IPL 2022

IPL 2022: আগে থেকেই রাসেলকে আউট করার পরিকল্পনা করে রেখেছিলেন আবেশ!

৭৫ রানে হেরে যায় কলকাতা। রাসেল করেন ৪৫ রান। আবেশের বলে স্বদেশী জেসন হোল্ডারের হাতে ক্যাচ দেন তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ মে ২০২২ ১০:৫৬
ম্যাচ জেতাতে ব্যর্থ রাসেল।

ম্যাচ জেতাতে ব্যর্থ রাসেল। ছবি: আইপিএল

আন্দ্রে রাসেলের ব্যাট চলতে শুরু করলে যে কোনও রানের লক্ষ্যই যে খুব বড় নয় তা জানে বেশির ভাগ বোলারই। আবেশ খানও তাঁদেরই এক জন। তাই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামার আগেই বিপক্ষের এই বিধ্বংসী ব্যাটারের সম্পর্কে পড়াশোনা করে নিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টসের পেসার। শনিবার আবেশের বলেই আউট হন রাসেল। কী পরিকল্পনা ছিল তরুণ পেসারের?

৭৫ রানে হেরে যায় কলকাতা। রাসেল করেন ৪৫ রান। আবেশের বলে স্বদেশি জেসন হোল্ডারের হাতে ক্যাচ দেন তিনি। ক্রস সিমে বল করেছিলেন আবেশ। ম্যাচের সেরার পুরস্কার পাওয়া আবেশ বলেন, “আমি রাহুল ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম। ছয় মারলেও লেংথে বল করার সিদ্ধান্ত নিই আমরা। কারণ রাসেল লেংথ বলে বার বার আউট হয়েছে। আমার বলে গতি আছে এবং সাফল্যও পেয়েছি। রাসেলের উইকেটটাই আমার সবচেয়ে প্রিয়। ওটাই ম্যাচ ঘুরিয়ে দেয়।”

Advertisement

ন’ম্যাচ খেলে আবেশের উইকেট সংখ্যা ১৪। এ বারের আইপিএলে কমলা টুপির দৌড়ে তিনি দশম স্থানে।

Advertisement
আরও পড়ুন