অধিনায়ক হার্দিক এবং ক্রুণাল পাণ্ড্য। ছবি: আইপিএল
আইপিএল সাক্ষী রইল এক অদ্ভুত মুহূর্তের। রবিবার দুপুরের ম্যাচে দুই দলের অধিনায়ক দুই ভাই। দাদা ক্রুণাল পাণ্ড্য এবং ভাই হার্দিক পাণ্ড্যকে ঘিরে তৈরি হল এই বিরল মুহূর্ত। টসের পর আবেগে ভাসলেন হার্দিক। বাবার কথা মনে পড়ছে তাঁর।
আমদাবাদে গুজরাত টাইটাইন্সের মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস। গত বার গুজরাতকে আইপিএল জিতিয়েছিলেন হার্দিক। এ বারেও সেই দলের অধিনায়ক তিনি। এ বার লখনউ দলকে নেতৃত্ব দিচ্ছিলেন লোকেশ রাহুল। কিন্তু চোটের কারণে তিনি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। রাহুলের জায়গায় লখনউ দলকে নেতৃত্ব দিচ্ছেন ক্রুণাল। আইপিএলে প্রথম বার দুই ভাই টস করলেন একসঙ্গে।
টসের সময় দেখা গেল হার্দিক তাঁর দাদা ক্রুণালের জামার কলার ঠিক করে দিচ্ছেন। দাদাকে জড়িয়ে ধরে আত্মবিশ্বাস দেওয়ার চেষ্টা করছেন। টস জেতেন ক্রুণাল। তিনি বল করার সিদ্ধান্ত নেন। হার্দিক বলেন, “বাবা থাকলে খুব খুশি হত। আমাদের পরিবারের জন্য খুব আবেগের দিন। বাবা খুব গর্বিত হত। আইপিএলে প্রথম বার এমন হল, আমাদের পরিবারও খুব খুশি।”
The two Pandya brothers are up against one another here in Ahmedabad.
— IndianPremierLeague (@IPL) May 7, 2023
Who do you reckon will come on Top after Match 51 of the #TATAIPL #GTvLSG pic.twitter.com/Zvh2kRRjwN
হার্দিক জানিয়েছেন টস জিতলে ব্যাট করতেন। তিনি বলেন, “যা চাইছিলাম, তাই পেয়েছি। আমরা নিজেদের মেলে ধরতে চাই। কী হবে ম্যাচের ফল সেটা নিয়ে ভাবছি না। হারের কথা ভাবলেই সেটা মনের মধ্যে কাজ করবে। আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে। জস লিটল দেশে ফিরে গিয়েছে। ওর জায়গায় আলজারি জোসেফ দলে এসেছে।”
ক্রুণাল বলেন, “দুই দলের অধিনায়ক আমরা। স্বপ্ন সত্যি হয়েছে। আমাদের ব্যাটিং ভাল। রান তাড়া করতে পছন্দ করি আমরা। তাই আগে বল করব। ভাল ক্রিকেট খেলেছি। পয়েন্ট টেবিলেও ভাল জায়গায় আছি আমরা।”