IPL 2023

কোহলিকে দেখেই মেজাজ সপ্তমে, লখনউয়ের জার্সি ছেড়ে কেকেআরের জার্সি পরলেন গৌতম গম্ভীর!

এক সময় বিরাট কখনও ব্যাট উঁচিয়ে তেড়ে গিয়েছেন, কখনও গম্ভীর এমন কিছু বলেছেন যে বিরাট রেগে গিয়েছেন। সেই লড়াই শেষ হয়ে যায় গম্ভীর অবসর নেওয়ার পর।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৩ ১২:২৯
kkr vs gautam gambhir

গম্ভীর, বিরাটের পুরনো লড়াইয়ের এক ঝলক দেখা গেল সোমবার। —ফাইল চিত্র

বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীর। আইপিএলে এক সময় কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ মানেই ছিল এই দু’জনের লড়াই। বিরাট কখনও ব্যাট উঁচিয়ে তেড়ে গিয়েছেন, কখনও গম্ভীর এমন কিছু বলেছেন যে বিরাট রেগে গিয়েছেন। সেই লড়াই শেষ হয়ে যায় গম্ভীর অবসর নেওয়ার পর। কিন্তু সোমবার আবার সেই লড়াইয়ের এক ঝলক দেখা গেল। গম্ভীর ভুলেই গেলেন যে তিনি লখনউয়ের মেন্টর। তাঁকে দেখে মনে হল কলকাতা নাইট রাইডার্সের সেই পুরনো অধিনায়ক।

সোমবার ম্যাচ ছিল বেঙ্গালুরুতে। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ২১২ রান করে বিরাটের আরসিবি। বিরাট নিজে ৬১ রানের ইনিংস খেলেন। ফ্যাফ ডুপ্লেসির সঙ্গে ৯৬ রানের জুটি গড়েন বিরাট। প্রথম ইনিংসের পর অনেকেই মনে করেছিলেন যে, সহজ জয় পেতে পারে আরসিবি। কিন্তু ম্যাচ গড়ায় শেষ বল পর্যন্ত। নাটকের পর নাটক হয় শেষ ওভারে। ম্যাচ জিতে নেয় লখনউ। এমন নাটকীয় ম্যাচে জিতে লখনউ সুপার জায়ান্টসের সকলেই খুব উত্তেজিত ছিলেন। এর মাঝেই গম্ভীরকে দেখা যায় ঠোঁটে আঙুল দিয়ে সমর্থকদের চুপ করতে বলতে।

Advertisement

লখনউ দলের মেন্টর গম্ভীর। ডাগ আউটে তিনি বসেছিলেন দলের বিশ্লেষকের পাশে। লখনউ ম্যাচ জিততেই টেবিল চাপড়াতে শুরু করেন গম্ভীর। আনন্দে চিৎকার করতে থাকেন। আগ্রাসী ভাবে ঘুষি মারতে থাকেন হাওয়ায়। দলের ক্রিকেটারদের জড়িয়ে ধরেন গম্ভীর। তাঁর আক্রমণাত্মক ভঙ্গিতে এমন আচরণ সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল। যদিও পরে বিভিন্ন জায়গা থেকে সেই ভিডিয়ো মুছে দেওয়া হয়। এখনও রয়ে গিয়েছে একটি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে দর্শকদের দিকে মুখে আঙুল দিয়ে চুপ করতে বলছেন গম্ভীর। বিরাটের সঙ্গে হাত মেলানোর সময় গম্ভীরের মুখে কোনও হাসি ছিল না। বরং বিরাটকে বেশ কঠিন চোখেই দেখলেন গম্ভীর।

বেঙ্গালুরুতে খেলা থাকায় স্বাভাবিক ভাবেই বিরাটদের সমর্থন বেশি ছিল। চিন্নাসামি স্টেডিয়াম জুড়ে ‘বিরাট, বিরাট’ চিৎকার শোনা যাচ্ছিল। গম্ভীর ম্যাচ জিতে সেই সমর্থকদের চুপ করতে বলেন।

শেষ বলে জয়ের জন্য এক রান প্রয়োজন ছিল লখনউয়ের। হাতে ছিল একটি উইকেট। রান আউট করলে ম্যাচ ড্র হয়ে যেত। কিন্তু আরসিবির উইকেটরক্ষক দীনেশ কার্তিকের ভুলে তা হয়নি। ম্যাচ জিতে যায় লখনউ।

আরও পড়ুন
Advertisement