আইপিএলে জোড়া মাইলফলক স্পর্শ করলেন ডুপ্লেসি। ছবি: আইপিএল।
আইপিএলে জোড়া মাইলফলক স্পর্শ করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৪৪ বলে ৫৫ রানের ইনিংস খেলে নজির গড়লেন তিনি।
আইপিএলের ৪০০০ রান পূর্ণ করলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার। ১৫তম ক্রিকেটার হিসাবে এই নজির গড়লেন বেঙ্গালুরুর অধিনায়ক। রবিবারের ম্যাচের পর ১২৮টি ম্যাচ খেলে ১২১টি ইনিংসে তাঁর রান হল ৪০৩৪। এখনও পর্যন্ত আইপিএলে তাঁর কোনও শতরান নেই। ৩২টি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে।
আইপিএলে মোট রানের তালিকায় শীর্ষে রয়েছেন বেঙ্গালুরুর বিরাট কোহলি। রবিবারের ম্যাচ পর্যন্ত তাঁর সংগ্রহ ৭০৬২ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন শিখর ধাওয়ান। তাঁর মোট সংগ্রহ ৬৬০০ রান। তৃতীয় স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার। এখনও পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৬২৬৫ রান। ডুপ্লেসির আগে রয়েছেন লোকেশ রাহুল। তাঁর এখনও পর্যন্ত সংগ্রহ ৪১৬৩ রান।
Seeing it in 4K resolution! 🎯
— Royal Challengers Bangalore (@RCBTweets) May 14, 2023
Captain Faf reaches another elite milestone! 👊#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 #RRvRCB pic.twitter.com/7KANwURreC
রবিবার একই সঙ্গে বারের প্রতিযোগিতায় প্রথম ব্যাটার হিসাবে ৬০০ রান পূর্ণ করলেন ডুপ্লেসি। রবিবার পর্যন্ত ১২টি ম্যাচ খেলে ডুপ্লেসি করেছেন ৬২১ রান। কমলা টুপির দৌড়ে তিনিই রয়েছেন প্রথমে। তাঁর কাছাকাছি রয়েছেন রাজস্থানের যশস্বী জয়সওয়াল। ১৩টি ম্যাচ খেলে তিনি করেছেন ৫৭৫ রান।