অনুশীলনে ব্যস্ত দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারেরা। —ফাইল চিত্র।
অন্যান্য দিনের মতোই অনুশীলন চলছিল দিল্লি ক্যাপিটালসের। বুধবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচের আগের দিন শেষ অনুশীলন হঠাৎ হাজির হলেন ‘আমির খান’। কী ভাবে? তার পর কী হল?
সশরীরে অবশ্য অনুশীলনে হাজির হননি আমির। তাঁর ছবি ‘লগান’-এর প্রভাব দেখা দিয়েছে অনুশীলনে। সেখানে তখন দলের বিদেশি ও ভারতীয় ক্রিকেটারেরা নিজেদের মধ্যে ফুটবল ম্যাচ খেলছিলেন। দাপট দেখাচ্ছিলেন বিদেশিরা। হঠাৎ পৃথ্বী শ ‘লগান’-কে টেনে আনেন।
ভারতীয় ক্রিকেটারদের উজ্জীবিত করতে পৃথ্বী বলে ওঠেন, “আমার লগানের ভাইয়েরা। লড়াই কর। নিজেদের মধ্যে নয়। শত্রুর বিরুদ্ধে।” আসলে সেই সময় ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কোনও একটি ঘটনা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। সেটা থামাতেই পৃথ্বীকে এ কথা বলতে শোনা যায়। ম্যাচের একটা বড় সময় নিজেদের গোলের সামনে পৃথ্বী শুয়ে পড়েছিলেন। গোল বাঁচানোর চেষ্টা করছিলেন তিনি। তাতেও শেষরক্ষা হচ্ছিল না। শেষে পৃথ্বীকে লগান-এর বিখ্যাত সংলাপ “খানে কো রোটি নহি মিলেগি, পহেননে কো কপড়া নহি মিলেগা” বলতেও শোনা যায়।
আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছে দিল্লি ক্যাপিটালস। আটটি ম্যাচের মধ্যে তিনটি জিতে ৬ পয়েন্ট তাদের। পয়েন্ট তালিকায় আট নম্বরে রয়েছেন ঋষভ পন্থেরা। বুধবার পয়েন্ট তালিকায় ছ’নম্বরে থাকা গুজরাতের বিরুদ্ধে খেলতে নামবে দিল্লি। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফুরফুরে মেজাজে দেখা গেল পৃথ্বীদের।