IPL 2023

হার দিয়ে শুরু! সোমবার লখনউয়ের বিরুদ্ধে কি জয়ে ফিরতে পারবে ধোনির চেন্নাই?

এ বারের আইপিএলের প্রথম ম্যাচে হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে খেলতে নামবে তারা। হারের ধাক্কা ভুলে কি জয়ে ফিরতে পারবেন মহেন্দ্র সিংহ ধোনিরা?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ ০৯:৫৪
Picture of MS Dhoni

প্রথম ম্যাচে হারতে হয়েছে মহেন্দ্র সিংহ ধোনিকে। দ্বিতীয় ম্যাচে কি ছবিটা বদলাবে? —ফাইল চিত্র

প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের কাছে হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। সেই হারের ধাক্কার পরে সোমবার আবার মাঠে নামতে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনিরা। প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। এ বার লড়াই ঘরের মাঠে। দ্বিতীয় ম্যাচে কি জয়ে ফিরতে পারবেন ধোনিরা?

প্রথম ম্যাচে গুজরাতের মাঠে গিয়ে ৫ উইকেটে হারতে হয়েছিল চেন্নাইকে। দলের ব্যাটাররা রান ভাল করলেও বোলাররা জেতাতে পারেননি দলকে। অন্য দিকে লখনউ আবার প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালসকে ৫০ রানে হারিয়েছে তারা। তাই আত্মবিশ্বাস অনেকটাই বেশি লোকেশ রাহুলদের।

Advertisement
গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

তবে সোমবারের ম্যাচের পরিস্থিতি আলাদা। কারণ, ৩ বছর পরে আবার চেন্নাইয়ের ঘরের মাঠে খেলা। তাই হলুদ জার্সধারীদের জন্য সমর্থনের কোনও খামতি থাকবে না। তা ছাড়া চিপক স্টেডিয়ামকে ধোনি নিজের হাতের তালুর মতো চেনেন। তিনি জানেন, এই স্টেডিয়ামে ম্যাচ জিততে গেলে কী পরিকল্পনা করতে হবে। তাই লড়াইটা সহজ হবে না রাহুলদের জন্য।

সোমবার সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে খেলা শুরু হবে। এক দিকে এ বারের আইপিএলে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে নামবে চেন্নাই। অন্য দিকে পর পর দুই ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছতে নামবে লখনউ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement