IPL 2023

দুই বাঙালি, বাংলার চার, নেপথ্যে এক মহারাজ! রাজধানীতে আইপিএল মাতাচ্ছেন পঞ্চপাণ্ডব

এ বারের আইপিএলে দেশের একমাত্র বাঙালি ক্রিকেটার হিসাবে ছিলেন ঋদ্ধিমান। পরে দিল্লি দলে যোগ দেন অভিষেক। ঋদ্ধির গুজরাতের বিরুদ্ধেই আইপিএলে অভিষেক হল তাঁর।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ ২০:০৪
picture of Sourav Ganguly

সৌরভ ছাড়াও আইপিএলের দিল্লি-গুজরাত ম্যাচের সঙ্গে বাংলার একাধিক ক্রিকেটার। ছবি: টুইটার।

আরও এক বাঙালি ক্রিকেটারের অভিষেক হল আইপিএলে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের হয়ে অভিষেক হল উইকেটরক্ষক-ব্যাটার অভিষেক পোড়েলের। ফলে মঙ্গলবারের ম্যাচে দু’দলের উইকেট রক্ষার দায়িত্বেই থাকছেন বাঙালি উইকেটরক্ষক। হার্দিক পাণ্ড্যর দলের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা।

এ বারের আইপিএলে দেশের একমাত্র বাঙালি ক্রিকেটার হিসাবে ছিলেন ঋদ্ধিমান। পরে দিল্লি দলে যোগ দেন অভিষেক। চোটের জন্য ঋষভ পন্থ ছিটকে যাওয়ায় বাংলার তরুণ উইকেটরক্ষক-ব্যাটারকে দলে নেওয়া হয়। অভিষেককে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন দিল্লি ফ্র্যাঞ্চাইজ়ির ক্রিকেট বিষয়ক প্রধান সৌরভ। ঋদ্ধির গুজরাতের বিরুদ্ধেই আইপিএলে অভিষেক হল তাঁর উত্তরসূরির।

Advertisement

ঋদ্ধি বাংলা ছেড়ে ত্রিপুরায় চলে যাওয়ার পর অভিষেকই বাংলার রঞ্জি দলের প্রথম উইকেটরক্ষক। আগ্রাসী ব্যাটিংও করতে পারেন তিনি। গত দু’মরসুমে রঞ্জি ট্রফিতে তাঁর পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। সেই পারফরম্যান্সের সুবাদেই তিনি সুযোগ পেয়েছেন আইপিএলের দিল্লি ফ্র্যাঞ্চাইজ়িতে।

মঙ্গলবারে ম্যাচে খেলছেন বাংলার মোট চার ক্রিকেটার। দুই বাঙালি ঋদ্ধিমান, অভিষেক ছাড়াও গুজরাতের হয়ে খেলছেন মহম্মদ শামি এবং দিল্লির হয়ে খেলছেন মুকেশ কুমার। আর সৌরভ তো রয়েছেনই দিল্লি ফ্র্যাঞ্চাইজ়ির প্রধান হিসাবে।

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথম ম্যাচে দিল্লির উইকেটরক্ষকের দায়িত্বে ছিলেন সরফারাজ় খান। তাঁর পারফরম্যান্স তেমন ভাল হয়নি। সমর্থকদের একাংশও সমালোচনা শুরু করেন। তার পর দ্বিতীয় ম্যাচেই উইকেটরক্ষক পরিবর্তন করলেন সৌরভরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement