করোনা আক্রান্ত টি নটরাজন। —ফাইল চিত্র
করোনা আক্রান্ত টি নটরাজন। সানরাইজার্স হায়দরাবাদের পেসার করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে। তাঁর সংস্পর্শে আসা ছয় জনকে নিভৃতবাসে পাঠানো হয়েছে। তবে বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামবে হায়দরাবাদ। জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড।
আইপিএল-এর প্রথম পর্বে একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হন। সেই কারণেই বন্ধ করে দেওয়া হয়েছিল খেলা। ভারত থেকে প্রতিযোগিতা সরিয়ে নিয়ে যাওয়া হয় সংযুক্ত আরব আমিরশাহিতে। তবুও করোনার প্রকোপ আটকানো গেল না।
আইপিএল-এর তরফে টুইট করে লেখা হয়, ‘হায়দরাবাদের এক ক্রিকেটার করোনা আক্রান্ত। তাঁর সংস্পর্শে আসা ছ'জনকে নিভৃতবাসে পাঠানো হয়েছে।’ করোনা আক্রান্ত হলেও কোনও উপসর্গ নেই নটরাজনের।
NEWS - Sunrisers Hyderabad player tests positive; six close contacts isolated.
— IndianPremierLeague (@IPL) September 22, 2021
More details here - https://t.co/sZnEBj13Vn #VIVOIPL
বাঁহাতি পেসারের সংস্পর্শে আসার কারণে নিভৃতবাসে বিজয় শঙ্করও। এ ছাড়াও নিভৃতবাসে রয়েছেন দলের ম্যানেজার বিজয় কুমার, ফিজিয়ো শ্যাম সুন্দর, চিকিৎসক অঞ্জনা বন্নন, লজিস্টিক ম্যানেজার তুষার খেদকর এবং নেট বোলার পেরিয়াস্বামী গণেশন।
নটরাজন ছাড়া দলের বাকি সবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। বুধবার দিল্লির বিরুদ্ধে বাকি ক্রিকেটারদের খেলতে তাই কোনও বাধা নেই বলেই জানিয়েছে বোর্ড।