Celebrity Skincare Tips

রূপচর্চার বিষয়ে ভীষণ খুঁতখুঁতে সইফ, রাতে ঘুমোতে যাওয়ার আগে কী করেন, জানালেন করিনা

মধ্য পঞ্চাশে পৌঁছেও রূপে এতটুকু ভাটা পড়েনি অভিনেতার। স্বামী সইফের এই সৌন্দর্যের রহস্য ফাঁস করলেন তাঁর স্ত্রী, অভিনেত্রী করিনা কপূর খান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ২০:৪৯
Kareena Kapoor Khan and Saif Ali Khan

তারকা দম্পতি করিনা কপূর খান এবং সইফ আলি খান। ছবি: সংগৃহীত।

চুল কাটাতে গিয়ে সালোঁয় একটু মাসাজ কিংবা পেডিকিয়োর করা পর্যন্ত ঠিক আছে। কিন্তু রোজের রূপচর্চার বিষয়ে এখনও বহু পুরুষ ‘ব্যাকফুটে’। তবে অভিনেতা সইফ আলি খানকে কিন্তু এই দলে ফেলা যাবে না। মধ্য পঞ্চাশে পৌঁছেও রূপে এতটুকু ভাটা পড়েনি অভিনেতার। স্বামী সইফের এই সৌন্দর্যের রহস্য ফাঁস করলেন তাঁর স্ত্রী, অভিনেত্রী করিনা কপূর খান।

Advertisement

সম্প্রতি মুম্বইয়ে জিয়ো ওয়ার্ল্ড প্লাজ়ায় বিলাসপণ্যের এক বিপণি উদ্বোধনে হাজির হয়েছিলেন তারকা দম্পতি। সেখানেই এক সাক্ষাৎকারে করিনা জানিয়েছেন, নিজের ত্বকচর্চার প্রসাধনী সম্পর্কে সেফ যথেষ্ট সচেতন। সেগুলি ব্যবহার করতেও ভালবাসেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে বেশি করে ময়েশ্চারাইজ়ার মেখে ঘুমোতে যান অভিনেতা। করিনা বলেন, “সেফ রূপচর্চার বিষয়ে ভীষণ খুঁতখুঁতে। এতটা আমিও নই। আমার মনে হয়, সে জন্যই ওঁকে সব সময়ে এত সুন্দর লাগে।”

এ ছাড়া কপূর এবং পটৌডি পরিবারের ত্বকের জেল্লা ধরে রাখার রহস্য তো সকলেই জানেন। জিনগত দিক থেকে দুই পরিবারের সকলেরই ত্বক ভাল। ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে গেলে মনের দিক থেকেও সুন্দর থাকা প্রয়োজন। পরিবারের সকলকে নিয়ে হইহই করে বাঁচার আনন্দই ত্বকে ফুটে ওঠে বলে মনে করেন তিনি।

Advertisement
আরও পড়ুন