আইপিএল খেলতে এসে অন্য ভাবনা রোহিতের। —ফাইল চিত্র
আইপিএল-এর দ্বিতীয় পর্বে খেলতে নেমে প্রথম ম্যাচেই হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। সেই ম্যাচে খেলতেই নামেননি রোহিত শর্মা। কেন? শেষ মুহূর্তে চোট? নাকি অন্য কোনও কারণ।
ভারতের তিন ধরনের ক্রিকেটেই নিয়মিত খেলেন রোহিত। সম্প্রতি টেস্ট ক্রিকেটেও নিজের জায়গা পাকা করে নিয়েছেন ওপেনার হিসেবে। বিদেশের মাটিতে শতরানও এসেছে তাঁর ব্যাট থেকে। ২০২১ সালে টানা ক্রিকেট খেলে গিয়েছেন তিনি। এক সূত্র অনুযায়ী আগামী এক বছরের দিকে নজর দিচ্ছেন রোহিত। দু’টি টি২০ বিশ্বকাপ, একটি একদিনের বিশ্বকাপের দিকেও নজর রয়েছে তাঁর।
২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলে জায়গা পাননি রোহিত। ক্রিকেট কেরিয়ারে অন্তত এক বার এই ট্রফি তুলতে চান তিনি। এখনও অবধি সেই সুযোগ পেয়েও সফল হতে পারেননি এক বারও। আগামী দিনে সেই সুযোগগুলি পুরোপুরি ভাবে কাজে লাগাতে চান ‘হিটম্যান’।
এক সূত্র বলেন, “রোহিত ভারতকে সবার আগে রাখে। আইপিএল-এর পরেই টি২০ বিশ্বকাপ। খেলার চাপ যাতে বেশি না হয়ে যায় সেই দিকে নজর রাখছেন রোহিত।”
সেই কারণে আইপিএল-এর বেশ কিছু ম্যাচে বিশ্রাম নিতে দেখা যেতে পারে তাঁকে। কলকাতার বিরুদ্ধে যদিও তিনি খেলবেন বলেই মনে করা হচ্ছে।