উঠতি দাবাড়ু প্রাগনিকা। ছবি: সমাজমাধ্যম।
বয়স মাত্র সাত। কিন্তু দাবার বোর্ডের সামনে তাকে থামায় কার সাধ্যি! গুজরাতের সেই প্রাগনিকা বাকা ইতিমধ্যেই বিশ্বচ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। সম্প্রতি সার্বিয়ায় হয়ে গেল বিশ্ব স্কুল দাবা প্রতিযোগিতা। সেখানেই অনূর্ধ্ব-সাত বিভাগে সোনা জিতেছে প্রাগনিকা। শুধু তা-ই নয়, ন’টি রাউন্ডের সব ক’টিতেই জিতেছে সে। প্রতিযোগিতায় এটিই ভারতের একমাত্র সোনা।
ভারত থেকে ২২ জন প্রতিযোগী যোগ দিয়েছিল বিশ্ব স্কুল দাবায়। প্রাগনিকা ছাড়াও পদক পেয়েছে দু’জন। এরা হল অনূর্ধ্ব-সাত ওপেন বিভাগে বিজেশ দেবী এবং অনূর্ধ্ব-১১ মহিলা বিভাগে ওম এশ গোত্তুমুকালা। দু’জনেই রুপো পেয়েছে।
প্রাগনিকার বাবা রামনাদ এক ওয়েবসাইটে বলেছেন, “দিদি বরেণ্যাকে দেখেই দাবা খেলতে উৎসাহী হয় প্রাগনিকা। বরেণ্যা ইতিমধ্যেই গুজরাতের দাবায় বেশ নাম করেছে। কোভিডের সময় দিদিকে বিভিন্ন জায়গায় খেলতে দেখেছে প্রাগনিকা। সেখান থেকেই দাবার প্রতি ওর আগ্রহ শুরু হয়। দাবা খেলা শুরু করার দেড় বছরের মধ্যে আন্তর্জাতিক সাফল্য এটাই প্রমাণ করে যে ওর মধ্যে কতটা দক্ষতা রয়েছে।”
বরেণ্যা এখনও বোনের সাফল্য পায়নি, যা দেখে অবাক তার বাবা রামনাদ। বলেছেন, “বরেণ্যা নিজের বিভাগে প্রথমে জেলা এবং পরে রাজ্য চ্যাম্পিয়ন হয়। কিন্তু জাতীয় পর্যায়ে এখনও সাফল্য পায়নি। কিন্তু প্রাগনিকা রাজ্য দাবায় জেতার পর জাতীয় দাবায় রানার্স হয়েছে। এখন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনাও জিতে নিল।”
রামনাদ জানিয়েছেন, অষ্টম রাউন্ডে প্রাগনিকার সামনে ছিল ভারতেরই শ্রেয়াংসি জৈন। তার কাছে হেরেই জাতীয় দাবায় রানার্স হয়েছিল প্রাগনিকা। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে শ্রেয়াংশিকে হারিয়ে দিয়েছে প্রাগনিকা।