এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। সংগৃহীত ছবি।
রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-য় চাকরির সুযোগ। সম্প্রতি এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। জানানো হয়েছে, শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সংস্থার একটি বিভাগে একটি মাত্র পদমর্যাদাতেই নিয়োগ হবে। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৫ এপ্রিল থেকে। এর জন্য অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।
সংস্থায় জুনিয়র একজ়িকিউটিভ (এয়ার ট্র্যাফিক কন্ট্রোল) পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৩০৯টি। আবেদনকারীদের বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। নিযুক্তদের বেতনকাঠামো হবে মাসে ৪০,০০০-১,৪০,০০০ টাকা। মিলবে অন্যান্য সুযোগসুবিধা।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের পদার্থবিদ্যা এবং গণিত নিয়ে বিএসসি উত্তীর্ণ হতে হবে। যাঁদের ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিষয়ে স্নাতক রয়েছে, তাঁরাও এই পদে আবেদন করতে পারবেন। পাশাপাশি তাঁদের ইংরেজি ভাষায় লেখা এবং কথোপোকথনে পারদর্শী হতে হবে।
উক্ত পদে নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে কম্পিউটার বেসড টেস্ট এবং নথি যাচাইকরণ/ ভয়েস টেস্ট বা অন্যান্য পরীক্ষার মাধ্যমে।
আগ্রহীদের এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ১০০০ টাকা। আগামী ২৪ মে আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।