সুমিত নাগাল। —ফাইল চিত্র।
২০২৪ সালের সব ক’টি গ্র্যান্ড স্ল্যামে খেলার সুযোগ পেয়েছিলেন সুমিত নাগাল। ২০২৫ সালের শুরুটাও খারাপ হল না তাঁর। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে সরাসরি খেলার সুযোগ পেয়ে গেলেন নাগাল। পরের বছর ৬ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন।
এর আগে সাতটি গ্র্যান্ড স্ল্যামে খেলেছেন নাগাল। অষ্টম গ্র্যান্ড স্ল্যামে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। পঞ্চম বার গ্র্যান্ড স্ল্যামে সরাসরি খেলার সুযোগ পাচ্ছেন নাগাল। এটিপি-র ক্রমতালিকায় ৯৮ নম্বরে রয়েছেন তিনি। প্রতিযোগিতায় সরাসরি সুযোগ পাওয়ার তালিকায় শেষের দিকে ছিলেন তিনি। মোট ১২৮ জন গ্র্যান্ড স্ল্যামে খেলার সুযোগ পাবেন। তাদের মধ্যে ১২০ জন সরাসরি খেলার সুযোগ পাবেন।
গ্র্যান্ড স্ল্যামে নাগালের সেরা পারফরম্যান্স দ্বিতীয় রাউন্ডে যাওয়া। এই বছর অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেনে দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন তিনি। হরিয়ানার নাগাল অস্ট্রেলিয়ান ওপেনে এর আগে দু’বার খেলেছেন।
২০১৫ সালে জুনিয়র উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়েছিলেন নাগাল। ষষ্ঠ ভারতীয় হিসাবে জুনিয়র গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন তিনি। এই বছর জুলাই মাসে নাগাল ক্রমতালিকায় ৬৮তম স্থানে উঠে এসেছিলেন। কিন্তু জায়গা ধরে রাখতে পারেননি।