BGT 2024-25

পর পর দু’দিন মাথা গরম, বল ছুড়ে, কটূক্তি করে শাস্তির মুখে পড়তে পারেন সিরাজ

ভারতীয় বোলারদের জীবন কঠিন করে তুলেছিলেন মার্নাস লাবুশেন এবং নাথান ম্যাকসুইনি। বিরক্তি চেপে রাখতে পারেননি মহম্মদ সিরাজ। তিনি বার বার মেজাজ হারাচ্ছিলেন। সেই সময় একটি ভুল করেন তিনি। যার জন্য শাস্তির মুখে পড়তে পারেন ভারতীয় পেসার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ১৪:১৪
Mohammed Shami

মহম্মদ সিরাজ। —ফাইল চিত্র।

প্রথম দিনে দু’টি সেশনেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। শেষ সেশনে অস্ট্রেলিয়া ৮৬ রান করে মাত্র একটি উইকেট হারিয়ে। ভারতীয় বোলারদের জীবন কঠিন করে তুলেছিলেন মার্নাস লাবুশেন এবং নাথান ম্যাকসুইনি। বিরক্তি চেপে রাখতে পারেননি মহম্মদ সিরাজ। তিনি বার বার মেজাজ হারাচ্ছিলেন। সেই সময় একটি ভুল করেন তিনি। যার জন্য শাস্তির মুখে পড়তে পারেন ভারতীয় পেসার। দ্বিতীয় দিনেও ট্রেভিস হেডের সঙ্গে লেগে গেল তাঁর।

Advertisement

প্রতিটি ম্যাচ শেষে আম্পায়ারেরা ম্যাচ রেফারির কাছে রিপোর্ট জমা করেন। সেখানে যদি সিরাজের বিরুদ্ধে রিপোর্ট জমা দেওয়া হয় তা হলে অবাক হওয়ার থাকবে না। ভারতীয় পেসার লাবুশেনের দিকে বল ছুড়ে দিয়েছিলেন। যা সম্পূর্ণ ইচ্ছাকৃত ভাবে ছোড়া হয়েছিল। এটা আইসিসির নিয়মবিরুদ্ধ। যে কারণে শাস্তি হতে পারে সিরাজের। জরিমানা করা হতে পারে তাঁকে।

অস্ট্রেলিয়ার ইনিংসের ২৫তম ওভারে এক জন দর্শক প্রচুর বিয়ার গ্লাস নিয়ে যাচ্ছিলেন। যা ব্যাটারের মনঃসংযোগ নষ্ট করে। লাবুশেন ব্যাট করছিলেন সেই সময়। তিনি স্বাভাবিক ভাবেই দাঁড়িয়ে যান। সিরাজকে দাঁড়াতে বলেন। তাতেই রেগে যান ভারতীয় পেসার। তিনি লাবুশেনের দিকের উইকেটে বল ছুড়ে দেন। আইসিসির নিয়ম অনুযায়ী এমনটা করলে শাস্তি পেতে হবে।

প্রথম দিনে উইকেট না পেলেও দ্বিতীয় দিনে উইকেট নেন সিরাজ। অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারেকে আউট করেন তিনি। দ্বিতীয় দিনে হেডকে আউট করার পর তাঁকে কটূক্তি করেন সিরাজ। পাল্টা কিছু বলতে দেখা যায় অস্ট্রেলিয়ার ব্যাটারকেও। হেড মাঠ ছেড়ে চলে যাওয়ার পর মাঠের আম্পায়ারেরা সিরাজকে ডেকে কিছু বলেন। মনে করা হচ্ছে তাঁকে সতর্ক করে দেন আম্পায়ারেরা।

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অস্ট্রেলিয়া ৮ উইকেট হারিয়ে ৩৩২ রান তুলেছে। ভারতের থেকে ১৫২ রানে এগিয়ে রয়েছে তারা। দু’টি সেশনের খেলা শেষ হয়েছে। দ্বিতীয় দিনে আর একটি সেশনের খেলা বাকি।

Advertisement
আরও পড়ুন