PV Sindhu

‘মিস থেকে মিসেস’, বাগ্‌দান সিন্ধুর

দু’জনের প্রথম ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে দ্রুত। বলিউড তারকা রণবীর সিংহ থেকে বরুণ ধাওয়ান, সকলে অভিনন্দন জানান সিন্ধুকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ০৭:৩০
বাগদান সারলেন সিন্ধু।

বাগদান সারলেন সিন্ধু। —ফাইল চিত্র।

ভারতের জোড়া অলিম্পিক্স পদক জয়ী ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধুর বাগ্‌দান হল শনিবার। হায়দরাবাদের আইটি-কর্মী বেঙ্কট দত্ত সাইয়ের সঙ্গে ২২ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন সিন্ধু। শনিবার সমাজমাধ্যমে দু’জনের বাগ্‌দানের একটি ছবি তুলে ধরেন ভারতীয় তারকা। সেই ছবিতে সিন্ধু লিখেছেন, ‘‘মিস থেকে মিসেস।’’

Advertisement

দু’জনের প্রথম ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে দ্রুত। বলিউড তারকা রণবীর সিংহ থেকে বরুণ ধাওয়ান, সকলে অভিনন্দন জানান সিন্ধুকে। রণবীর লিখেছেন, ‘‘নতুন শুরু। খুব ভাল কাটিয়ো।’’ বরুণ লিখেছেন, ‘‘জীবনের নতুন ইনিংস ভাল করে কাটাও। অনেক অভিনন্দন।’’

২০ ডিসেম্বর সিন্ধুরা চলে যাবেন উদয়পুর। সেখানেই হবে বিবাহের সমস্ত অনুষ্ঠান। সিন্ধুর বাবা পি ভি রামন সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন, ‘‘দু’জনের পরিবারের মধ্যে আগে থেকেই আলাপ ছিল। কিন্তু বিবাহের সিদ্ধান্ত নেওয়া হয় এক মাস আগে।’’ যোগ করেন, ‘‘জানুয়ারি থেকে সিন্ধু ব্যস্ত হয়ে পড়বে। তাই ডিসেম্বরেই ওর বিবাহ অনুষ্ঠান করার সিদ্ধান্ত আমরা নিয়েছি।’’

সিন্ধুর বাবা আরও বলেন, ‘‘২২ ডিসেম্বর বিবাহের অনুষ্ঠান হবে উদয়পুরে। তবে হায়দরাবাদে দুই পরিবারের আত্মীয়-বন্ধুরা থাকেন। ২৪ ডিসেম্বর রিসেপশন পার্টি হবে হায়দরাবাদেই।’’ সিন্ধুর বিবাহ নিয়ে হায়দরাবাদে জমকালো উৎসব হতে চলেছে। দক্ষিণী ছবির একাধিক তারকাকে দেখা যেতে পারে। মহেশবাবু থেকে কেজিএফ-এর যশকেও আমন্ত্রণ জানানো হবে।

Advertisement
আরও পড়ুন