Arjun Erigaisi

বিশ্বকাপে যাওয়ায় বাধা, আমেরিকার ভিসা না পেয়ে সাহায্যের আবেদন ভারতের এক নম্বর দাবাড়ুর

নিউ ইয়র্কে আগামী ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত হবে র‌্যাপিড এবং ব্লিৎজ় দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ। অর্থাৎ দাবার আর এক বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় খেলার কথা অর্জুনের।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১১:১০
Picture of Arjun Erigaisi

অর্জুন এরিগাইসি। —ফাইল চিত্র।

দাবার বিশ্ব খেতাব জিতেছেন ডি গুকেশ। তবে তিনি ভারতের এক নম্বর দাবাড়ু নন। সেই জায়গা দখলে রেখেছেন অর্জুন এরিগাইসি। ক্রীড়াপ্রেমীরা যখন গুকেশকে নিয়ে মজে রয়েছেন, তখন সমস্যায় পড়েছেন অর্জুন। আমেরিকার ভিসা পাচ্ছেন না তিনি। সমস্যা সমাধানে ভারতীয় দূতাবাসের সাহায্য চেয়েছেন অর্জুন।

Advertisement

নিউ ইয়র্কে আগামী ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত হবে র‌্যাপিড এবং ব্লিৎজ় দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ। অর্থাৎ দাবার আর এক বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় খেলার কথা অর্জুনের। নির্দিষ্ট সময়ের মধ্যে আমেরিকার ভিসার আবেদনও করেছিলেন তিনি। কিন্তু ভারতীয় গ্র্যান্ডমাস্টারের আবেদন মঞ্জুর হয়নি। অর্জুন সমাজমাধ্যমে সমস্যা সমাধানের অনুরোধ করেছেন আমেরিকায় অবস্থিত ভারতীয় দূতাবাসকে।

ভারতীয় গ্র্যান্ডমাস্টার লিখেছেন, ‘‘গত সপ্তাহে ভিসার আবেদন করে পাসপোর্ট জমা করেছিলাম। কিন্তু এখনও সেটা ফেরত পাইনি। প্রক্রিয়াটি দ্রুত সম্পূর্ণ করার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। যত দ্রুত সম্ভব আমার পাসপোর্ট ফেরত দেওয়ার ব্যবস্থা করুন যাতে আমি র‌্যাপিড এবং ব্লিৎজ় দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য নিউ ইয়র্কে যেতে পারি।’’

প্রথম বার ফিডের (বিশ্ব দাবা সংস্থা) র‌্যাপিড এবং ব্লিৎজ় দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ হচ্ছে আমেরিকায়। অর্জুন ছাড়াও অংশগ্রহণ করবেন ভারতের আরও তিন গ্র্যান্ডমাস্টার। তাঁরা হলেন প্রজ্ঞানন্দ রমেশবাবু, গুকেশ এবং বিদিত গুজরাতি। প্রতিযোগিতার মূল আকর্ষণ অবশ্যই ম্যাগনাস কার্লসেন।

Advertisement
আরও পড়ুন