Virat Kohli

বিরাট-অনুষ্কার ঘরের নামফলকে নতুন অতিথির নাম

শুধু কোহলী নয়, যে সব ক্রিকেটার বিবাহিত, তাঁদের ঘরের বাইরে এমন ‘নেম প্লেট’ রাখা হয়েছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ মার্চ ২০২১ ১৭:০৩
বিরাট ও অনুষ্কাকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিল হোটেল কর্তৃপক্ষ।

বিরাট ও অনুষ্কাকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিল হোটেল কর্তৃপক্ষ। ফাইল চিত্র

চলতি বছরের শুরুতেই তাঁদের ঘরে এসেছে নতুন সদস্য। বিরাট কোহলীঅনুষ্কা শর্মা তাঁদের কন্যা সন্তানের নাম দিয়েছেন ভামিকা। ছোট্ট ভামিকা এই মুহূর্তে বাবা-মার সঙ্গে আমদাবাদে রয়েছে। আর তাই এ বার ‘কিং কোহলী’কে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিল হোটেল কর্তৃপক্ষ। তবে শুধু কোহলী নয়, যে সব ক্রিকেটার বিবাহিত, তাঁদের ঘরের বাইরে এমন ‘নেম প্লেট’ রাখা হয়েছে।

Advertisement
টিম হোটেলে বিরাটের ঘরের বাইরে এই নামফলক রাখা হয়েছে।

টিম হোটেলে বিরাটের ঘরের বাইরে এই নামফলক রাখা হয়েছে।

টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য এই মুহূর্তে গোটা দল আমদাবাদে রয়েছে। জৈব বলয়ের একঘেয়েমি কাটানোর জন্যই এমন উদ্যোগ নিয়েছে হোটেল কর্তৃপক্ষ। তাই শুধু বিরাট নয়, রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্যর ঘরের দরজাতেও এমন ‘নেম প্লেট’ রাখা হয়েছে। হার্দিকের ঘরের বাইরে তাঁর বান্ধবী নতাশা ও ছেলে অগস্ত্যর নাম উল্লেখ করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন