বিরাট কোহলী টুইটার
দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ১৮১ রান তুলেছে ভারত। বিরাট কোহলীরা এগিয়ে রয়েছেন ১৫৪ রানে। কত রান করলে ভারত নিরাপদ থাকবে? এই প্রশ্নের উত্তর খুঁজছেন ভারতের ক্রিকেট অনুরাগীরা। তাঁদের এই প্রশ্নের উত্তর দিলেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর।
রুটদের ২০০ রানের লক্ষ্য দিতে চায় ভারত। জানিয়ে দিলেন বিরাটদের ব্যাটিং কোচ। দিনের শেষে তিনি বলেন, ‘‘এই পিচে ২০০ বা তার কাছাকাছি লিড নিতে পারলে ইংল্যান্ডের পক্ষে তা তাড়া করা সহজ হবে না।’’
অর্থাৎ আর কিছু রান তুলতে পারলে নিরাপদ জায়গায় পৌঁছে যাবে ভারত। শুধু তাই নয়, দ্রুত কিছু উইকেট তুলে নিতে পারলে পাল্টা চাপে পড়বেন রুটরাও। এমনটাই মনে করেন রাঠৌর। তিনি বলেন, ‘‘আমাদের ৩০-৪০ রান যোগ করতে হবে। সাথে যদি কয়েকটা উইকেট ফেলে দিতে পারি তবে ওদের ওপর চাপ বাড়বে।’’
উইকেট নেওয়ার ক্ষেত্রে স্পিনার রবীন্দ্র জাডেজার ওপর ভরসা রাখছেন ভারতের ব্যাটিং কোচ। রাঠৌর বলেন, ‘‘জাডেজা প্রথম ইনিংসে সঠিক জায়গায় বল করেছে। এবার যদি ও বল ঘোরাতে পারে তবে ব্যাটসম্যানদের অসুবিধায় পড়তে হবে। এর সঙ্গে আমাদের পেসাররা তো থাকছেই।’’