Virat Kohli

India vs England 2021: লর্ডস টেস্টে ভারতের হয়ে ‘খেলতে পেরে’ গর্বিত ইংরেজ জার্ভো

শুধু মাঠে নামাই নয় ভারত অধিনায়ক বিরাট কোহলীকে নির্দেশ দিতে থাকেন সমর্থক ড্যানিয়েল জার্ভিস।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২১ ২০:৩৫
ড্যানিয়েল জার্ভিস

ড্যানিয়েল জার্ভিস টুইটার

ভারত-ইংল্যান্ড লর্ডস টেস্টের তৃতীয় দিনে জো রুট শতরান করলেও প্রচারের আলো কেড়ে নিয়েছিলেন ইংল্যান্ডের এক দর্শক। ভারতের জার্সি পরে মাঠে নেমে যান ‘জার্ভো ৬৯’। টুইটারে ওই সমর্থক লেখেন, ‘হ্যাঁ আমি সেই জার্ভো। যে পিচে চলে গিয়েছিল। প্রথম শ্বেতাঙ্গ হিসেবে ভারতের হয়ে খেলতে পেরে আমি গর্বিত।’

শুধু মাঠে নামাই নয় ভারত অধিনায়ক বিরাট কোহলীকে নির্দেশ দিতে থাকেন ড্যানিয়েল জার্ভিস। প্রথমে তাঁকে দেখে কেউই বুঝতে পারেননি। এমনকি নিরাপত্তারক্ষীরাও ভুল করে বসেন। পরে ভুল ভাঙতেই সকলে বুঝতে পারেন তিনি ভারতীয় দলের কেউ নন। তখন হাসাহাসিও শুরু হয়। ভারতীয় দলের ক্রিকেটাররা তো বটেই হাসতে থাকেন ধারাভাষ্যকাররাও।

Advertisement

ধারাভাষ্য দিতে দিতেই তাঁরা বলেন, ‘‘এমন ভাবে দাঁড়িয়ে ছিলেন এই দর্শক তা দেখে মনে হচ্ছিল তিনি যেন সত্যি ভারতীয় দলের সদস্য।’’

টুইটারে নিজেকে চলচ্চিত্র নির্মাতা, প্র্যাঙ্কস্টার ও কৌতুকশিল্পী বলে পরিচয় দিয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন