ড্যানিয়েল জার্ভিস টুইটার
ভারত-ইংল্যান্ড লর্ডস টেস্টের তৃতীয় দিনে জো রুট শতরান করলেও প্রচারের আলো কেড়ে নিয়েছিলেন ইংল্যান্ডের এক দর্শক। ভারতের জার্সি পরে মাঠে নেমে যান ‘জার্ভো ৬৯’। টুইটারে ওই সমর্থক লেখেন, ‘হ্যাঁ আমি সেই জার্ভো। যে পিচে চলে গিয়েছিল। প্রথম শ্বেতাঙ্গ হিসেবে ভারতের হয়ে খেলতে পেরে আমি গর্বিত।’
শুধু মাঠে নামাই নয় ভারত অধিনায়ক বিরাট কোহলীকে নির্দেশ দিতে থাকেন ড্যানিয়েল জার্ভিস। প্রথমে তাঁকে দেখে কেউই বুঝতে পারেননি। এমনকি নিরাপত্তারক্ষীরাও ভুল করে বসেন। পরে ভুল ভাঙতেই সকলে বুঝতে পারেন তিনি ভারতীয় দলের কেউ নন। তখন হাসাহাসিও শুরু হয়। ভারতীয় দলের ক্রিকেটাররা তো বটেই হাসতে থাকেন ধারাভাষ্যকাররাও।
ধারাভাষ্য দিতে দিতেই তাঁরা বলেন, ‘‘এমন ভাবে দাঁড়িয়ে ছিলেন এই দর্শক তা দেখে মনে হচ্ছিল তিনি যেন সত্যি ভারতীয় দলের সদস্য।’’
Yes, I am Jarvo that went on the pitch. I am proud to be the first white person to play for India!!!!!@timesofindia @ndtv @DailyMirror @IndianExpress pic.twitter.com/sIpxEbb94n
— Daniel Jarvis (@BMWjarvo) August 14, 2021
টুইটারে নিজেকে চলচ্চিত্র নির্মাতা, প্র্যাঙ্কস্টার ও কৌতুকশিল্পী বলে পরিচয় দিয়েছেন তিনি।