কেএল রাহুল। ছবি রয়টার্স
লর্ডসে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন আলোচনার কেন্দ্রে কয়েক জন সমর্থক। সীমানার ধারে ফিল্ডিং করতে দাঁড়িয়ে থাকা কেএল রাহুলের উদ্দেশে ক্রমাগত ছুড়ে গেলেন মদের বোতলের ছিপি। ঘটনার জেরে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। দুই আম্পায়ার মাইকেল গফ এবং রিচার্ড ইলিংওয়ার্থের সঙ্গে কথা বলতে দেখা যায় ভারতীয় ক্রিকেটারদের।
৬৯তম ওভারে প্রথম এই ঘটনা সামনে আসে। রাহুলের সামনে শ্যাম্পেনের বোতলের একটি ছিপি পড়ে থাকতে দেখা যায়। সেই ওভারটি করছিলেন মহম্মদ শামি। তাঁর চতুর্থ বলের পরে দর্শকদের আক্রমণের শিকার হন রাহুল।
Virat Kohli signaling to KL Rahul to throw it back to the crowd pic.twitter.com/OjJkixqJJA
— Pranjal (@Pranjal_King_18) August 14, 2021
অধিনায়ক বিরাট কোহলী এই ঘটনায় একেবারেই খুশি হতে পারেননি। তিনি রাহুলকে ইঙ্গিত করেন ছিপিগুলিকে মাঠের বাইরে ছুড়ে ফেলতে। ততক্ষণে সেই ছবি ছড়িয়ে গিয়েছে নেটমাধ্যমে। ইংরেজ সমর্থকদের আচরণের নিন্দা করতে শুরু করে দিয়েছেন ভারতীয় সমর্থকরা। বেশ কিছু ইংরেজ সমর্থকও এই ঘটনার নিন্দা করেন।
বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হয়েছিল ভারত। সিডনি-সহ একাধিক জায়গায় বর্ণবিদ্বেষী মন্তব্য উড়ে আসে ভারতীয় ক্রিকেটারদের দিকে। সব থেকে বেশি আক্রমণ করা হয়েছিল মহম্মদ সিরাজকে।