মেসি এবং নেমার মুখোমুখি হবেন দেশের হয়ে। ফাইল ছবি
বার্সেলোনার পর এ বার প্যারিস সঁ জঁ-তেও সতীর্থ হিসেবে লিয়োনেল মেসিকে পাশে পেয়ে গিয়েছেন নেমার। দু’জনে একসঙ্গে ক্লাবের জার্সিতে কবে নামবেন, তা এখনও ঠিক হয়নি। কিন্তু দেশের জার্সিতে আগামী মাসেই ফের মুখোমুখি হতে চলেছেন এই দুই ফুটবলার।
বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে আগামী ৫ সেপ্টেম্বর সাও পাওলোতে আর্জেন্টিনার মুখোমুখি হতে চলেছে ব্রাজিল। সেই ম্যাচেই একে অপরের বিরুদ্ধে খেলতে দেখা যাবে মেসি-নেমারকে। কোপা আমেরিকায় আর্জেন্টিনার কাছে হেরেছিল ব্রাজিল। সেটিই মেসির প্রথম আন্তর্জাতিক ট্রফি।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ২ সেপ্টেম্বর চিলির বিরুদ্ধে সান্তিয়াগোতে খেলবে ব্রাজিল। তিন দিন পর তারা আর্জেন্টিনার মুখোমুখি হবে। এরপর ৯ সেপ্টেম্বর তারা খেলবে পেরুর বিরুদ্ধে। অলিম্পিক্সে সোনাজয়ী দলের থেকে ছ’জনকে জাতীয় দলে ডেকেছেন ব্রাজিলের কোচ টিটে। অধিনায়ক দানি আলভেস ছাড়াও রয়েছেন রিচার্লিসন, মাতিয়াস কুনহারা।
After years of wait and plenty of heartbreaks, Lionel Messi and Argentina have finally reached the promised land!
— Sony Sports (@SonySportsIndia) July 11, 2021
Argentina defeated Brazil in the final by a goal from Angel Di Maria to lift the #CopaAmerica trophy#SirfSonyPeDikhega #MeriDoosriCountry #Messi #CopaHighlights pic.twitter.com/YS7q6SW7vm
এখনও পর্যন্ত ছ’টি ম্যাচের প্রত্যেকটিতেই জিতেছে ব্রাজিল। লিগ তালিকাতেও তারা এক নম্বর স্থানে। তবে কোপা আমেরিকায় তাদের ছন্দহীন লেগেছে।