India vs England 2021

কোহালিদের বিরুদ্ধে নামার আগেই জোর ধাক্কা ইংরেজ শিবিরে

শুক্রবার থেকে শুরু হতে চলা টেস্টের আগে হঠাৎ চোট ইংল্যান্ড শিবিরে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২১ ১৩:২২
চিন্তায় ইংল্যান্ড দল।

চিন্তায় ইংল্যান্ড দল। ছবি: আইসিসি

শুক্রবার থেকে শুরু হতে চলা টেস্টের আগে হঠাৎ চোট ইংল্যান্ড শিবিরে। ইংল্যান্ড বোর্ডের তরফে জানানো হয়েছে প্রথম টেস্টে পাওয়া যাবে না ওপেনার জ্যাক ক্রলিকে। বুধবার দলের বাকি সকলকে অনুশীলনে দেখা গেলেও, ক্রলিকে দেখতে পাওয়া যায়নি। স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। পরে জানা যায় কব্জির চোটের কারণে তাঁকে প্রথম ২ টেস্টে পাবে না ইংল্যান্ড।

মঙ্গলবার ড্রেসিংরুম থেকে বেরিয়ে মাঠে যাওয়ার সময় পাথরের মেঝেতে পা পিছলে পড়ে যান ক্রলি। সেই সময় হাতে চোট লাগে তাঁর। সেই চোটের কারণেই ছিটকে যেতে হল তাঁকে। স্ক্যান করা হলে দেখা যায় ডান হাতের কব্জিতে চোট রয়েছে ক্রলির।

Advertisement

ক্রলি চোট পেয়ে ছিটকে যেতে ওপেনার হিসেবে দেখা যাবে জোসেফ বার্নস এবং ডোম সিবলিকে। ৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে খেলতে নামবে ইংল্যান্ড। ক্রলির এটাই প্রথম ভারত সফর। ১০ টেস্ট খেলা ইংরেজ ওপেনারের টেস্টে অভিষেক ঘটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ৬১৬ রান করা ক্রলির ঝুলিতে রয়েছে ১টি দ্বিশতরান পাকিস্তানের বিরুদ্ধে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement