BCCI

India vs England: ছুটি শেষ, ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে কাজ শুরু করে দিলেন রোহিত, দেখুন ছবি

বিশ্ব টেস্ট ফাইনালের পর গোটা দলকেই ছুটি দেওয়া হয়েছিল তিন সপ্তাহের জন্য। স্ত্রী রিতিকা এবং মেয়ে সামাইরাকে নিয়ে ইংল্যান্ডের এদিক-সেদিক ঘুরেছেন রোহিত।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ জুলাই ২০২১ ১৮:৪৬
কাজ শুরু করে দিলেন রোহিত।

কাজ শুরু করে দিলেন রোহিত। ফাইল ছবি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হওয়ার পর ছুটি কাটিয়ে অবশেষে ফের মিলিত হলেন ভারতীয় ক্রিকেটাররা। ডারহামে পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছে দল। এর মাঝেই মজার পোস্ট করে সমর্থকদের আনন্দ দিলেন রোহিত শর্মা

শনিবার ইনস্টাগ্রামে নিজের অনুশীলনের দুটি ছবি পোস্ট করেছেন রোহিত। সঙ্গে হিন্দিতে ক্যাপশনে লিখেছেন, ‘চলো ভাই, ছুটি শেষ। এবার কাজ শুরু’। ছবিতে ফুরফুরে মেজাজেই দেখা গিয়েছে রোহিতকে।

Advertisement

বিশ্ব টেস্ট ফাইনালের পর গোটা দলকেই ছুটি দেওয়া হয়েছিল তিন সপ্তাহের জন্য। স্ত্রী রিতিকা এবং মেয়ে সামাইরাকে নিয়ে ইংল্যান্ডের এদিক-সেদিক ঘুরেছেন রোহিত। তাঁর বেজার মুখের ছবি পোস্ট করে ট্রোল করেছেন রিতিকা।

শুক্রবারই ভারতীয় দলের অনুশীলনের ছবি পোস্ট করেছিল বিসিসিআই। সেখানে রোহিতকে অনুশীলন করতে দেখা গিয়েছে। ছিলেন বিরাট কোহলী, রবীন্দ্র জাডেজারাও।

আগামী ২০ জুলাই থেকে অনুশীলন ম্যাচে খেলতে নামবে ভারত। কাউন্টি চ্যাম্পিয়নশিপ একাদশের বিরুদ্ধে খেলবে তারা।

Advertisement
আরও পড়ুন