India vs England 2021

India vs England: ড্রেসিংরুমে দুর্দান্ত অভ্যর্থনা শতরানকারী রাহুলকে, দেখুন ভিডিয়ো

লর্ডসে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দুরন্ত শতরান করে নজর কেড়ে নিয়েছেন কেএল রাহুল। তাঁর সৌজন্যেই প্রথম দিন ইংল্যান্ডের উপর ছড়ি ঘোরাচ্ছে ভারত।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ২১:৫৩
শতরান করেছেন রাহুল।

শতরান করেছেন রাহুল। ছবি পিটিআই

লর্ডসে দ্বিতীয় টেস্টের প্রথম দিন দুরন্ত শতরান করে নজর কেড়ে নিয়েছেন কেএল রাহুল। তাঁর সৌজন্যেই প্রথম দিন ইংল্যান্ডের উপর ছড়ি ঘোরাচ্ছে ভারত

ড্রেসিংরুমে থাকা সতীর্থরা তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন রাহুলের ইনিংস। তাই দিনের শেষে রাহুল ফেরার সময় হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন তাঁকে। বোর্ডের পোস্ট করা ভিডিয়োয় নানা আবেগের ছবি উঠে এসেছে।

Advertisement

দেখা গিয়েছে, প্রথমেই রাহুলকে জড়িয়ে ধরেন তাঁর ওপেনিং সতীর্থ রোহিত শর্মা। তারপরেই রাহুল অভ্যর্থনা পান বন্ধু ময়াঙ্ক আগরওয়ালের থেকে। এরপর ড্রেসিংরুমে হাজির থাকা কোচ রবি শাস্ত্রী, রবিচন্দ্রন অশ্বিন এবং বাকিরা প্রত্যেকেই রাহুলের পিঠ চাপড়ে দেন।

শতরানের ফলে লর্ডসের বিখ্যাত বোর্ডে নাম উঠে গিয়েছে রাহুলের। সেই ছবিও দেখানো হয়েছে। শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে রবিনসনের বলে ১২৯ রান করে আউট হন রাহুল।

Advertisement
আরও পড়ুন