Iga Swiatek

ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে শিয়নটেক, রুড, দ্বিতীয় রাউন্ডে ছিটকে গেলেন সিনার

ফরাসি ওপেনে শুরু হয়ে গিয়েছে অঘটন। দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিলেন অষ্টম বাছাই ইয়ানিক সিনার। ৫ ঘণ্টা ২৬ মিনিটের লড়াইয়ে তাঁকে হারালেন জার্মানির ড্যানিয়েল অল্টমায়ার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ জুন ২০২৩ ২৩:০০
picture of Iga Swiatek

সহজেই ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেন গত বারের চ্যাম্পিয়ন শিয়নটেক। ছবি: টুইটার।

ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন মহিলা সিঙ্গলসের শীর্ষ বাছাই ইগা শিয়নটেক। গত বছরের চ্যাম্পিয়ন সহজেই টপকালেন দ্বিতীয় রাউন্ডের বাধা। জয় পেয়েছেন পুরুষ সিঙ্গলসে গত বারের চ্যাম্পিয়ন ক্যাসপার রুড।

দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আমেরিকার ক্লেয়ার লিউকে ৬-৪, ৬-০ ব্যবধানে হারিয়েছেন শিয়নটেক। ১ ঘণ্টা ২৯ মিনিটের ম্যাচে শীর্ষ বাছাইয়ের বিরুদ্ধে তেমন কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি লিউ। উল্লেখ্য, বুধবার ছিল শিয়নটেকের ২২তম জন্মদিন। অন্য দিকে পুরুষদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন রুড। যদিও তাঁকে লড়াই করে জিততে হল দ্বিতীয় রাউন্ডে। যোগ্যতা অর্জনকারী ইতালির জিউলিয়ো জেপ্পিয়েরির বিরুদ্ধে তিনি জিতলেন ৬-৩, ৬-২, ৪-৬, ৭-৫ ব্যবধানে। তবে দ্বিতীয় রাউন্ডে বিদায় নিলেন অস্টম বাছাই ইয়ানিক সিনার। ৫ ঘণ্টা ২৬ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে ৭-৬, ৬-৭, ৬-১, ৬-৭, ৫-৭ ব্যবধানে হারলেন জার্মানির ড্যানিয়েল অল্টমায়ারের কাছে। এ বারের ফরাসি ওপেনে এটাই এখনও পর্যন্ত দীর্ঘতম লড়াই

Advertisement

বৃহস্পতিবার ফরাসি ওপেনের কোর্টে দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে নামবেন কোকো গফ, এলেনা রাইবাকিনা মতো প্রথম সারির খেলোয়াড়রা। উল্লেখ্য আগেই বিদায় নিয়েছেন পুরুষদের দ্বিতীয় বাছাই ডানিল মেদভেদেভ।

Advertisement
আরও পড়ুন