Argentina Football

বিশ্বজয়ের পর প্রথম বার মাঠে নামছে আর্জেন্টিনা, কবে, কাদের বিরুদ্ধে খেলবে তারা?

১৯৮৬ সালের পর প্রথম বার বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। সেই জয়ের পর প্রথম বার খেলবেন আর্জেন্টিনার ফুটবলাররা। কবে প্রথম নামবেন তাঁরা?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৩ ১২:৩১
Argentina team after winning world cup

কাতারে বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা দল। —ফাইল চিত্র

বিশ্বজয়ী আর্জেন্টিনাকে আবার মাঠে নামতে দেখা যাবে। বিশ্বকাপ জয়ের পর এই প্রথম বার খেলতে নামবেন তাঁরা। ২০২২ সালের ডিসেম্বরে কাতারে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ১৯৮৬ সালের পর প্রথম বার বিশ্বকাপ জিতল তারা। সেই জয়ের পর প্রথম বার খেলবেন আর্জেন্টিনার ফুটবলাররা। ২৩ মার্চ প্রথম নামবেন তাঁরা।

এই বছর ঘরের মাঠে পানামার বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। ২৩ মার্চ সেই ম্যাচ হবে বুয়েন্স আইরেসের এস্টাডিয়ো মাস মনুমেন্টাল স্টেডিয়ামে। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা ফিরে বিশাল সংখ্যক সমর্থকদের মাঝে হুট খোলা বাসে ঘুরেছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। এ বার ঘরের মাঠে খেলতে নামলেও সেই বিশাল সমর্থন পাওয়ার আশা করবেন লিয়োনেল মেসিরা। পানামার বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি।

Advertisement

শুধু পানামা নয়, আর্জেন্টিনা খেলবে কুরাকাওয়ের বিরুদ্ধেও। ২৮ মার্চ হবে সেই ম্যাচ। খেলা হবে স্যান্টিয়াগো দেল এস্তেরোতে। এই ম্যাচ দু’টি কখন হবে তা এখনও জানানো হয়নি। ভারতে এই ম্যাচগুলি সম্প্রচার করা হবে কি না সেটাও এখনও জানা যায়নি। তবে বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার প্রথম ম্যাচ দেখার জন্য যে উৎসাহ থাকবে তা নিয়ে সন্দেহ নেই। যতই সেই ম্যাচ পানামার মতো কম শক্তিশালী দেশের বিরুদ্ধে হোক।

কাতারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচ টাইব্রেকারে জেতেন মেসিরা। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের দাপট দেখেছিল গোটা বিশ্ব। তাঁর হাতেই আটকে যান ফ্রান্সের ফুটবলাররা। ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।

আরও পড়ুন
Advertisement