দিল্লির এক স্কুলে বোমাতঙ্কের পর তল্লাশি চলছে। ছবি: সংগৃহীত।
গত কয়েক দিন ধরেই দিল্লির বেশ কয়েকটি স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। একটি বা দু’টি নয়, একসঙ্গে ২৩টি স্কুলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ইমেল মারফত সেই হুমকিবার্তা পাঠানো হয় স্কুল কর্তৃপক্ষগুলিকে। কোথা থেকে এই হুমকি দেওয়া হচ্ছে, কে বা কারা এই হুমকি দিচ্ছে, গত এক সপ্তাহ ধরে সেই তথ্যই খুঁজছিল পুলিশ। অবশেষে অভিযুক্তকে খুঁজেও পেল তারা। কিন্তু হুমকিবার্তার প্রেরককে দেখে স্তম্ভিত হয়ে যান তদন্তকারী আধিকারিকরা।
পুলিশ সূত্রে খবর, গত এক সপ্তাহ ধরে রাজধানীর একের পর এক স্কুল হুমকিবার্তা পাচ্ছিল। স্বাভাবিক ভাবেই স্কুলগুলিতে আতঙ্ক ছড়ায়। গত কয়েক মাস ধরে দিল্লি-সহ দেশের বিভিন্ন স্কুল, হোটেল এমনকি কয়েকশো বিমান বোমায় উড়িয়ে দেওয়ার হুমকিবার্তা পাঠানো হচ্ছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার রাজধানীর একের পর এক স্কুলে বোমাতঙ্কের ঘটনায় হুলস্থুল পড়ে যায়। অভিযুক্তকে খুঁজতে তৎপর হয় পুলিশের বেশ কয়েকটি দল।
বৃহস্পতিবার অভিযুক্তকে খুঁজে পায় পুলিশ। সে আর কেউ নয়, দ্বাদশ শ্রেণির এক ছাত্র। তাকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীরা জানতে পারেন, ছ’বার সে হুমকিবার্তা পাঠিয়েছিল। প্রত্যেক বার দু’টি বা তিনটি করে স্কুল বেছে সেই স্কুলগুলিতে হুমকিবার্তা পাঠাত সে। তার প্রতি যাতে কোনও সন্দেহ না হয় তাই প্রথমেই তালিকা থেকে নিজের স্কুলকে বাদ রাখছিল। এ ভাবে ২৩টি স্কুলে হুমকিবার্তা পাঠিয়েছে সে। শেষে নিজের স্কুলেও হুমকিবার্তা পাঠায় সে। কিন্তু কেন এ রকম করছিল সে? জিজ্ঞাসাবাদের সময় ওই ছাত্র তদন্তকারীদের জানায়, স্কুলের পরীক্ষা বাতিলের জন্যই এই কৌশল নিয়েছিল সে। এই প্রথম নয়, এর আগেও ঠিক একই কারণে স্কুলে হুমকিবার্তা পাঠানোর ঘটনা প্রকাশ্যে এসেছে।