Lionel Messi

মেসি কি ম্যাঞ্চেস্টার সিটিতে? গুয়ার্দিওলার পাশে দাঁড়াতে চান প্রাক্তন ছাত্র, জল্পনা তুঙ্গে

সময়টা ভাল যাচ্ছে না ম্যাঞ্চেস্টার সিটির। শেষ ১১ ম্যাচে মাত্র একটিতে জিতেছে তারা। এর মাঝেই বিদেশের সংবাদমাধ্যমে জোর জল্পনা লিয়োনেল মেসিকে নিয়ে। শোনা যাচ্ছে, ম্যান সিটিতে যোগ দিতে পারেন মেসি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৬:১৮
cricket

লিয়োনেল মেসি। — ফাইল চিত্র।

সময়টা ভাল যাচ্ছে না ম্যাঞ্চেস্টার সিটির। গত চার মরসুমে প্রিমিয়ার লিগ জেতা দল এ বার খোঁড়াচ্ছে। শেষ ১১ ম্যাচে মাত্র একটিতে জিতেছে তারা। প্রশ্ন উঠে গিয়েছে কোচ পেপ গুয়ার্দিওলাকে নিয়ে। এর মাঝেই বিদেশের সংবাদমাধ্যমে জোর জল্পনা লিয়োনেল মেসিকে নিয়ে। শোনা যাচ্ছে, গুয়ার্দিওলার পাশে দাঁড়াতে ম্যান সিটিতে যোগ দিতে পারেন মেসি।

Advertisement

রদ্রি চোট পেয়ে ছিটকে যাওয়ার পর থেকেই সিটির মাঝমাঠ ঘেঁটে গিয়েছে। একের পর এক ফুটবলারের চোট আরও সমস্যা ডেকে এনেছে। অনেকে মাঠে ফিরলেও ফর্মে ফিরতে পারছেন না। এই অবস্থায় দলের হাল ফেরাতে প্রাক্তন ছাত্রকে চাইছেন গুয়ার্দিওলা। ম্যান সিটিতে সই করাতে চান মেসিকে।

আমেরিকার মেজর লিগ সকারের মরসুম শেষ হয়ে গিয়েছে। পরের মরসুম আগামী বছর ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হবে। তাই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ছ’মাসের লোনে মেসিকে সই করাতে চান গুয়ার্দিওলা। শোনা গিয়েছে, ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহ্যামও তাতে রাজি।

মেসি কোনও দিন ইপিএলে খেলেননি। তবে বার্সেলোনায় থাকার সময় দু’জনের জুটি দারুণ জমে গিয়েছিল। প্রচুর ট্রফিও জিতেছেন। তবে সমস্যা দু’জায়গায়। মেসির প্রাক্তন সতীর্থ জেভিয়ার মাসচেরানো এখন মায়ামির কোচ হয়েছেন। আগামী মরসুমের আগে মেসিকে ধরেই পরিকল্পনা সাজাতে চান তিনি। দ্বিতীয়ত, মেসি গোটা পরিবার নিয়ে চলে গিয়েছেন মায়ামিতে। আচমকা ছ’মাসের জন্য তিনি ইংল্যান্ডে ঘাঁটি গাড়তে চান কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

Advertisement
আরও পড়ুন