Aleksei Bugayev

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মৃত্যু ফুটবলারের, কারাবাসের শাস্তি এড়াতে লড়তে গিয়েছিলেন পুতিনের জন্য

রাশিয়ার হয়ে সাতটি ফুটবল ম্যাচ খেলেছিলেন বুগায়েভ। জাতীয় দলে অবশ্য নিজের জায়গা পাকা করতে পারেননি প্রাক্তন ডিফেন্ডার। রাশিয়ার প্রথম সারির একাধিক ক্লাবের হয়ে খেলেছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৩
Picture of Aleksei Bugayev

আলেক্সেই বুগায়েভ। ছবি: এক্স (টুইটার)।

দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে মৃত্যু হল রাশিয়ার প্রাক্তন ফুটবলার আলেক্সেই বুগায়েভের। জাতীয় দলের প্রাক্তন ডিফেন্ডার কারাবাসের শাস্তি এড়াতে ভ্লাদিমির পুতিনের জন্য যুদ্ধে যেতে রাজি হয়েছিলেন।

Advertisement

২০১০ সালে ফুটবল থেকে অবসর নেওয়ার পর মাদক চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বুগায়েভ। সেই অপরাধে তাঁর সাড়ে ন’বছরের কারাবাস হয়। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর জেলবন্দি অপরাধীদের শাস্তি মকুবের সুযোগ করে দেয় পুতিন প্রশাসন। শর্ত ছিল, ইউক্রেনে যুদ্ধ করতে গেলে শাস্তি মকুব করা হবে। প্রশাসনের সেই শর্তের সুযোগ নেন বুগায়েভ। রাশিয়া সরকারের চুক্তিতে সই করে ইউক্রেনে যান প্রাক্তন ফুটবলার। রবিবার যুদ্ধে তাঁর মৃত্যু হয়েছে। বুগায়েভের এজেন্ট জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বুগায়েভের মৃতদেহ রাশিয়া ফিরিয়ে আনা সম্ভব হবে না।

গত অক্টোবরে একটি বিল পাশ করায় পুতিন প্রশাসন। তাতে বলা হয়, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে খুন এবং ধর্ষণের অভিযোগে বন্দিদের মুক্তি দেওয়া হবে বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগে। এ-ও বলা হয়, বিভিন্ন অপরাধে কারাদণ্ড প্রাপ্তেরা ইউক্রেনে যুদ্ধ করতে গেলে সাজা মকুব করা হবে। সেই সুযোগ নেন মাদক চোরাচালানের অপরাধে সাজাপ্রাপ্ত বুগায়েভ।

২০০৪ থেকে ২০০৫ পর্যন্ত রাশিয়ার হয়ে সাতটি ফুটবল ম্যাচ খেলেছিলেন বুগায়েভ। জাতীয় দলে অবশ্য নিজের জায়গা পাকা করতে পারেননি প্রাক্তন ডিফেন্ডার। রাশিয়ার প্রথম সারির একাধিক ক্লাবের হয়ে খেলেছেন। খেলোয়াড়জীবনেই তিনি জড়িয়ে পড়েছিলেন মাদকজগতের সঙ্গে। ২৯ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসর নেন ৪৩ বছরের বুগায়েভ।

Advertisement
আরও পড়ুন