Manuel Arias

মহিলা ফুটবলারকে ‘মোটা’ বলায় বরখাস্ত ফুটবল সংস্থার প্রধান, শাস্তি দিল ফিফা

দেশের মহিলা ফুটবলের পরিকাঠামোর সমালোচনা করেছিলেন কক্স। বেতন, মাঠ এবং অনুশীলনের সমস্যা নিয়ে মুখ খুলেছিলেন। তাতে ক্ষিপ্ত আরিয়াস জাতীয় দলের ফুটবলারকে তাঁর চেহারা নিয়ে কটাক্ষ করেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ২০:৫০
Picture of Manuel Arias

ম্যানুয়েল আরিয়াস। ছবি: এক্স (টুইটার)।

পানামার ফুটবল ফেডারেশনের সভাপতি ম্যানুয়েল আরিয়াসকে বরখাস্ত করল ফিফা। তাঁর অপরাধ, এক মহিলা ফুটবলারকে চেহারা নিয়ে কটাক্ষ। আগামী ছ’মাস কোনও স্তরের ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না তিনি।

Advertisement

বর্ণ এবং লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে কড়া মনোভাব নিয়ে চলে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তাদের রোষ এড়াতে পারলেন না পানামার ফুটবল সংস্থার প্রধানও। পানামার জাতীয় দল ও তুরস্কের ফেনেরবাচে ক্লাবের ফুটবলার মার্তা কক্সকে নিয়ে ২০২৩ সালের মার্চে অশোভন মন্তব্য করেন আরিয়াস। কক্সকে ‘মোটা’ বলে সম্বোধন করেছিলেন। সেই মন্তব্যের জন্যই শাস্তির মুখে পড়তে হল তাঁকে।

দেশের মহিলা ফুটবলের পরিকাঠামোর সমালোচনা করেছিলেন ২৭ বছরের কক্স। অপেশাদার লিগে মহিলা ফুটবলারদের ঠিক মতো বেতন না পাওয়া, মাঠ এবং অনুশীলনের সমস্যা নিয়ে মুখ খুলেছিলেন। কক্সের সমালোচনা ভাল ভাবে নেননি আরিয়াস। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় কক্সকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন। তিনি বলেছিলেন, ‘‘কক্সের চেহারা এখন আর ফুটবল খেলার মতো নেই। ও মোটা। মাঠে ঠিক মতো নড়াচড়াও করতে পারে না।’’ আরিয়াসের এই মন্তব্যের প্রতিবাদ করেছিলেন কক্স। জানান, ফেডারেশন সভাপতি ক্ষমা না চাইলে জাতীয় দলের হয়ে খেলবেন না।

দেশের মহিলা ফুটবলারের প্রতি এমন অবমাননাকর মন্তব্য ভাল ভাবে নেয়নি ফিফা। সে কারণেই ছ’মাসের শাস্তি দেওয়া হয়েছে আরিয়াসকে। এই শাস্তি মেনে নিয়েছেন আরিয়াস। জানিয়েছেন, মারাত্মক ভুল করে ফেলেছিলেন। শব্দচয়ন অত্যন্ত খারাপ হয়েছিল বলেও স্বীকার করে নিয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন