ISL 2023-24

বাগান ‘সুপার জায়ান্ট’! জয় পেত্রাতোসের গোলে, সবুজ-মেরুনে এসে থমকে গেল গোয়ার অপরাজিত রেকর্ড

এ বারের আইএসএলে প্রথম বার হার মানল এফসি গোয়া। বুধবার মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে দিমিত্রি পেত্রাতোসের গোলে ১-০ ব্যবধানে হেরে গেল তারা। লিগে মোহনবাগান উঠে এল তিন নম্বরে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২৪
Dimitri Petratos

গোল করার দিমিত্রি পেত্রাতোস। ছবি: এক্স।

এফসি গোয়া- ০, মোহনবাগান সুপার জায়ান্ট- ১ (দিমিত্রি পেত্রাতোস)

Advertisement

এ বারের আইএসএলে প্রথম বার হারল এফসি গোয়া। বুধবার মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে দিমিত্রি পেত্রাতোসের গোলে ১-০ ব্যবধানে হেরে গেল তারা। ৭৪ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন পেত্রাতোস। সেই গোলেই গোয়ার মাটিতে গোয়ার দলকে হারিয়ে দিল মোহনবাগান।

আইএসএলে বুধবার পর্যন্ত অপরাজিত ছিল গোয়া। ১২টি ম্যাচের মধ্যে আটটি জিতেছিল। ড্র করেছিল দু'টিতে। সেই দলকে হারিয়ে দিল মোহনবাগান। সুপার কাপে যাওয়ার আগে পর পর ম্যাচ হেরে চাপে ছিল সবুজ-মেরুন। গোয়ার কাছে ঘরের মাঠে চার গোল খেয়েছিল তারা। সেই চাপ এখন অনেকটাই কাটিয়ে ফেলেছে আন্তেনিয়ো হাবাসের দল। গোয়া এ বারের আইএসএল এখনও পর্যন্ত একমাত্র দিল ছিল যারা একটি ম্যাচেও হারেনি। সেই নজির ভেঙে গেল বুধবার।

ম্যাচের শুরুর দিকে যদিও চাপ তৈরি করছিল গোয়া। মোহনবাগান রক্ষণে বার বার আক্রমণ করছিলেন কার্লোস মার্তিনেসেরা। কিন্তু সেই আক্রমণ বার বার ধাক্কা খাচ্ছিল শুভাশিস বসুদের রক্ষণে। প্রথমার্ধ শেষ হয় গোলহীন ভাবেই। দ্বিতীয়ার্ধে কিছুটা পাল্টে যায় খেলা। আক্রমণের ঝাঁঝ বৃদ্ধি করে মোহনবাগান। কিয়ান নাসিরি, লিস্টন কোলাসোদের নামিয়ে দেন হাবাস। বদলে যায় মোহনবাগানও।

পেত্রাতোসের গোলটা যদিও গোয়ার রক্ষণের ক্ষণিকের ভুলে। বল ক্লিয়ার করতে গিয়ে পেত্রাতোসের পায়ে তুলে দেন গোয়ার গোলরক্ষক। সুযোগ কাজে লাগান মোহনবাগানের সুযোগ সন্ধানী স্ট্রাইকার। বল উঁচু করে পাঠিয়ে দেন গোয়ার গোলে। উচ্ছ্বাসে মেতে ওঠেন সবুজ-মেরুন সমর্থকেরা। আর তাঁদের উদ্দেশে দু'হাতে চুমু ছুড়ে দেন পেত্রাতোস। গোল খাওয়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি গোয়া। শেষবেলায় মোহনবাগান আরও একটি সুযোগ পেয়ে গিয়েছিল। কিন্তু গোল করতে পারেনি। না হলে ব্যবধান আরও বাড়তে পারত।

আরও পড়ুন
Advertisement