ISL 2023-24

সাত ম্যাচ অপরাজিত থেকে হারের হ্যাটট্রিক, কী ভাবে জয়ে ফিরবে মোহনবাগান, কী বললেন কোচ?

আইএসএলে পর পর তিনটি ম্যাচ হারতে হয়েছে মোহনবাগানকে। এই পরিস্থিতি থেকে কী ভাবে বেরিয়ে আসবে দল? কী ভাবে আবার জয়ে ফিরবে তারা? দলের হারের হ্যাটট্রিকের পর মুখ খুললেন কোচ জুয়ান ফেরান্দো।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৩ ১৪:৩৩
football

হতাশ বাগান কোচ জুয়ান ফেরান্দো। ছবি: এক্স।

চেনা যাচ্ছে না মোহনবাগানকে। যে দল আইএসএলের শুরুতে টানা সাত ম্যাচ অপরাজিত ছিল, সেই দলই হারের হ্যাটট্রিক করেছে। তার মধ্যে দু’টি ঘরের মাঠে। এই পরিস্থিতি থেকে কী ভাবে দল ঘুরে দাঁড়াবে, কী ভাবে জয়ে ফিরবে তা জানেন না কোচ জুয়ান ফেরান্দো। তাঁর মতে, যে ফুটবলারেরা চোটের কারণে বাইরে রয়েছেন তাঁরা না ফেরা পর্যন্ত পরিস্থিতি বদলাবে না।

Advertisement

কেরল ব্লাস্টার্সের কাছে ০-১ গোলে হারের পরে সাংবাদিক বৈঠকে ফেরান্দো বলেন, “যে ফুটবলারেরা চোট পেয়ে বসে রয়েছে, তারা মাঠে না ফিরলে এই সমস্যার সমাধান করা যাবে না। গত তিন ম্যাচে আমরা কঠিন পরিস্থিতির মধ্যে খেলেছি। চোট-আঘাত, কার্ড সমস্যায় জর্জরিত ছিলাম। আমাদের এখন অপেক্ষা করতে হবে। আশা করি, আর কোনও চোট হবে না।’’ সেই সঙ্গে দলের ছেলেদের লড়াইয়ের প্রশংসা করেছেন ফেরান্দো। তিনি বলেন, ‘‘এত সমস্যার মধ্যেও দল কিন্তু লড়ছে। আজ যেমন দ্বিতীয়ার্ধে লড়াই করেছে ছেলেরা। এটা অবশ্যই ইতিবাচক ব্যাপার।’’

দলের প্রধান ফুটবলারেরা চোট পাওয়ায় রিজার্ভ বেঞ্চকে খেলাতে হচ্ছে ফেরান্দোকে। কিন্তু তাঁরাও নজর কাড়তে পারছেন না। ফলে প্রশ্ন উঠেছে রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের নিয়ে। ফেরান্দো অবশ্য তাঁদের দোষ দিতে চাইছেন না। তিনি বলেন, ‘‘যখন দল জয়ের মধ্যে থাকে তখন পরিস্থিতি অনেক সহজ হয়। তখন বেঞ্চের ফুটবলাররাও ভাল খেলে। কিন্তু এ ক্ষেত্রে অনেককেই অনভ্যস্ত জায়গায় খেলতে হচ্ছে। দীপক টাঙরি, হুগো বুমোসদের উইঙ্গারের ভূমিকা পালন করতে হচ্ছে। তবু যে যেখানেই খেলে থাকুক, তারা অনেক চেষ্টা করেছে ভাল খেলার। এটা কম বড় প্রাপ্তি নয়।’’

অল্প ব্যবধানে পর পর ম্যাচ খেলাকেও হারের একটি কারণ হিসাবে ব্যাখ্যা করেছেন ফেরান্দো। বাগান কোচ বলেন, ‘‘গত সাত দিনে আমরা নর্থইস্ট, মুম্বই, গোয়া ও কেরলের বিরুদ্ধে খেলেছি। এক একটা ম্যাচে আমরা তিন-চারজন করে ফুটবলারকে খুইয়েছি। এখন সব কিছুই কঠিন মনে হচ্ছে। মনে হচ্ছে সবাই আমাদের বিরুদ্ধে। এখন আমরা খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। আশা করি সময় গড়ালে এই দুঃসময়টা কেটে যাবে।’’

Advertisement
আরও পড়ুন