Mohun Bagan

এ বার চোট মনবীরের, পঞ্জাব ম্যাচের দল সাজাতে হিমশিম মোহনবাগান, কাদের খেলাবেন কোচ?

ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজ়োর মতো মোহনবাগানের কোচ হোসে মোলিনাও প্রথম একাদশ সাজাতে হিমশিম খাচ্ছেন। পঞ্জাবের বিরুদ্ধে প্রথম একাদশে কাদের রাখবেন সেটা ভেবেই ঘুম উড়তে পারে মোলিনার।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৭:২৩
football

অনুশীলনে জেসন কামিংস। পিছনে টম অলড্রেড এবং আলবের্তো রদ্রিগেস। ছবি: সমাজমাধ্যম।

আইএসএলের মাঝপথে পথে এসে এক মেরুতে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। পয়েন্ট তালিকায় যতই ফারাক থাকুক, চোটের ব্যাপারে এখন দুই প্রধানই এক জায়গায়। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজ়োর মতো মোহনবাগানের কোচ হোসে মোলিনাও প্রথম একাদশ সাজাতে হিমশিম খাচ্ছেন। পঞ্জাবের বিরুদ্ধে প্রথম একাদশে কাদের রাখবেন সেটা ভেবেই ঘুম উড়তে পারে মোলিনার।

Advertisement

প্রথমে গ্রেগ স্টুয়ার্ট চোট পেয়েছিলেন। তাঁর জায়গায় দিমিত্রি পেত্রাতোসকে খেলাচ্ছিলেন মোলিনা। স্টুয়ার্ট সুস্থ হওয়ার আগে চোট পেয়েছেন পেত্রাতোসও। ফলে খেলা তৈরি করার মতো ফুটবলারই নেই মোলিনার হাতে। অগত্যা সাহাল আব্দুল সামাদকে সেই দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

চোটের কবলে পড়েছেন মনবীর সিংহও। সুস্থই ছিলেন। বৃহস্পতিবার সকালে যুবভারতীতে অনুশীলনে যোগ দিয়েছিলেন দলের সঙ্গে। তবে অনুশীলনের মাঝপথেই উঠে যান মনবীর। সাইডলাইনের ধারে গিয়ে ডান পায়ের বুট খুলে ফেলেন। তার পরে খোঁড়াতে খোঁড়াতে সাজঘরে ঢুকতে দেখা যায়। অনুশীলন শেষে গাড়িতে ওঠার আগে দেখা গেল মনবীরের ডান পায়ে হাঁটু পর্যন্ত স্ট্র্যাপ বাধা। স্বাভাবিক ভাবেই বৃহস্পতিবার তাঁর খেলা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। অনুশীলন সেরে এ দিনই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে মোহনবাগান।

মোহনবাগানের রক্ষণে বদল আসার সম্ভাবনা নেই। ডান দিকে আশিস রাই, বাঁ দিকে শুভাশিস বসু এবং মাঝে দুই বিদেশি আলবের্তো রদ্রিগেস এবং টম অলড্রেডের খেলার কথা। রক্ষণের সামনে থাকবেন আপুইয়া। বাঁ দিকের উইংয়ে লিস্টন কোলাসো এবং মাঝে থাকতে পারেন সাহাল।

ডান দিকের উইংয়ে মনবীর খেলতে না পারলে কাকে খেলাতে পারেন মোলিনা, তা নিয়ে জল্পনা রয়েছে। সে ক্ষেত্রে সাহালকে ডান দিকে খেলিয়ে মাঝে অনিরুদ্ধ থাপা খেলতে পারেন। সামনে থাকবেন জেসন কামিংস এবং জেমি ম্যাকলারেন। অথবা কামিংস খেলতে পারেন পেত্রাতোসের জায়গায়। সে ক্ষেত্রে থাপা খেলবেন আপুইয়ার পাশে।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোলিনা স্বীকার করে নিয়েছেন, পঞ্জাব ম্যাচে তাঁর হাতে বেশি বিকল্প নেই। মোলিনা বলেছেন, ‘‘আমাদের কয়েক জন ফুটবলারের চোট রয়েছে। ফলে বিকল্প কমে গিয়েছে। যারা আছে তাদের নিয়েই খেলতে হবে। সে ভাবেই পরিকল্পনা করা হচ্ছে। মনে হয় না খুব অসুবিধা হবে। আমরা তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নামব। আশা করি, লক্ষ্যপূরণ করেই মাঠ ছাড়তে পারব।’’

পঞ্জাবের বিরুদ্ধে স্টুয়ার্ট এবং পেত্রাতোসের মতো দুই স্ট্রাইকারকে পাবেন না মোলিনা। এ নিয়ে তাঁর বক্তব্য, ‘‘ওরা আমাদের গুরুত্বপূর্ণ ফুটবলার। ওদের না পাওয়া নিঃসন্দেহে ক্ষতি। তবে আমাদের হাতে বিকল্প রয়েছে। জেসন কামিংস, জেমি ম্যাকলারেন আছে। আরও ফুটবলার আছে। সকলেই খুব ভাল। সকলেই প্রথম একাদশে আসতে পারে। মনে হয় না খুব সমস্যা হবে।’’

Advertisement
আরও পড়ুন