ত্রয়ী: অনুশীলনে বিষ্ণু, দিমিত্রিয়স ও হিজাজ়ি। ছবি:সুদীপ্ত ভৌমিক।
হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে আটচল্লিশ ঘণ্টা পরেই ম্যাচ। কিন্তু ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুসো বেশি ভাবছেন আগামী বছরের জানুয়ারি মাসের ক্রীড়াসূচি নিয়ে। ৬ জানুয়ারি ঘরের মাঠে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ম্যাচ। পাঁচ দিন পরেই দ্বিতীয় পর্বের ডার্বিতে প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট। ইস্টবেঙ্গল কোচের মতে জানুয়ারিতে কঠিন লড়াই অপেক্ষা করছে।
যুবভারতীতে অনুশীলনের পরে বৃহস্পতিবার সন্ধেয় সাংবাদিক বৈঠকে অস্কার বললেন, ‘‘শনিবার হায়দরাবাদ-কে হারিয়ে বছর শেষ করাই পাখির চোখ আমাদের। তা ছাড়া পয়েন্ট টেবলে উন্নতি করতে পারলে অনেকটাই চাপমুক্ত থাকতে পারব। কারণ, জানুয়ারি মাস খুবই কঠিন হতে চলেছে। মুম্বইয়ের সঙ্গে দু’বার খেলতে হবে (৬ ও ৩১ জানুয়ারি)। মোহনবাগান (১১ জানুয়ারি), এফসি গোয়া (১৯ জানুয়ারি) ও কেরল ব্লাস্টার্সের (২৪ জানুয়ারি) বিরুদ্ধে ম্যাচ রয়েছে।
মাধি তালাল চোট পেয়ে বাকি মরসুমের জন্য ছিটকে গিয়েছেন। মাঝমাঠের আর এক ভরসা সাউল ক্রেসপো চিকিৎসা করাতে স্পেন ফিরে গিয়েছেন। প্রশ্ন উঠছে ডার্বিতে কি তিনি খেলতে পারবেন? অস্কার বলছেন, ‘‘ডার্বিতে সাউলের খেলা হয়তো কঠিন। পরের ম্যাচ গোয়ার বিরুদ্ধে। দেখা যাক কী হয়।’’ তালালের বিকল্প কে হচ্ছেন? ইস্টবেঙ্গল কোচ বলছেন, ‘‘একাধিক ফুটবলারকে নিয়ে আলোচনা চলছে। আশা করছি, দিন দশেকের মধ্যেই তালালের বিকল্প চূড়ান্ত হয়ে যাবে।’’ হায়দরাবাদের বিরুদ্ধে হেক্টর ইউসতে এবং মহম্মদ রকিপকেও পাবেন না অস্কার। দুই ডিফেন্ডারই কার্ড সমস্যায় নেই। রকিপের অবশ্য চোটও রয়েছে।
১২টি ম্যাচ থেকে সাত পয়েন্ট অর্জন করে হায়দরাবাদ রয়েছে টেবলের দ্বাদশতম স্থানে। শেষ পাঁচটি ম্যাচেই হেরেছে নিজামের শহরের ক্লাব। যদিও প্রতিপক্ষকে হাল্কা ভাবে নিতে চান না অস্কার। বললেন, ‘‘হায়দরাবাদ ভাল দল। তবে ধারাবাহিকতার অভাব রয়েছে। গত কয়েক সপ্তাহ ভাল খেললেও রক্ষণে কিছু সমস্যা রয়েছে।’’ এই কারণেই বৃহস্পতিবারের অনুশীলনে অস্কার আক্রমণাত্মক ফুটবলের উপরেই বেশি জোর দিয়েছিলেন। ইস্টবেঙ্গল কোচের আশঙ্কা, দিমিত্রিয়স দিয়ামানতাকোসদের গোল করা আটকাতে হায়দরাবাদ রক্ষণাত্মক রণনীতি নিতে পারে।