—ফাইল চিত্র।
জমে গিয়েছে বক্সিং ডে টেস্ট। একটা সময়ে মনে হচ্ছিল অস্ট্রেলিয়া প্রথম দিনই ৪০০-র কাছাকাছি রান তুলে ফেলবে। স্যাম কনস্টাসের সামনে দিশাহারা দেখাচ্ছিল যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজদের। কিন্তু বুমরাই ৩ উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফেরালেন। আজ দ্বিতীয় দিনের খেলা।
কাল আইএসএলে নামছে ইস্টবেঙ্গল। খেলা হায়দরাবাদ এফসি-র সঙ্গে। কী ভাবে তৈরি হচ্ছে অস্কার ব্রুজ়োর দল? ইস্টবেঙ্গলের সব খবর। আইএসএলে হারের ডাবল হ্যাটট্রিক এড়ানোর লক্ষ্যে নামছে মহমেডান। রয়েছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা, আর্সেনালের ম্যাচ।
জমে গিয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট, দ্বিতীয় দিনের খেলা
প্রথম দিনই জমে গিয়েছে বক্সিং ডে টেস্ট। ভারতের বিরুদ্ধে দিনের শেষে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ৩১১ রান তুলেছে। একটা সময়ে মনে হচ্ছিল অস্ট্রেলিয়া প্রথম দিনই ৪০০-র কাছাকাছি রান তুলে ফেলবে। অভিষেক হওয়া স্যাম কনস্টাসের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে তখন দিশাহারা দেখাচ্ছিল যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজদের। কিন্তু বুমরাই ৩ উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফেরালেন। আজ দ্বিতীয় দিনের খেলা শুরু ভোর ৫টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।
ইস্টবেঙ্গল পরের ম্যাচ খেলবে হায়দরাবাদের সঙ্গে, তার আগে লাল-হলুদের প্রস্তুতির সব খবর
কাল আইএসএলে নামছে ইস্টবেঙ্গল। খেলা হায়দরাবাদ এফসি-র সঙ্গে। ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল ১১ নম্বরে রয়েছে। এক ধাপ নিচে হায়দরাবাদ। তাদের ১২ ম্যাচে ৭ পয়েন্ট। শনিবার জিতলে নবম স্থানে উঠে আসবে লাল-হলুদ। কী ভাবে তৈরি হচ্ছে অস্কার ব্রুজ়োর দল? ইস্টবেঙ্গলের সব খবর।
হারের ডাবল হ্যাটট্রিক এড়ানোর লক্ষ্যে মহমেডান, বিপক্ষে ওড়িশা
আইএসএলে আজ মহমেডানের ম্যাচ। বিপক্ষে ওড়িশা। টানা পাঁচটি ম্যাচ হেরেছে মহমেডান। আজ হারের ডাবল হ্যাটট্রিকের লজ্জা এড়ানোর লক্ষ্যে নামবে তারা। ১২টি ম্যাচ খেলে মাত্র একটিতে জেতা মহমেডান আজ জিতলে ঘোচাবে ‘লাস্ট বয়’ থাকার লজ্জাও। হায়দরাবাদকে টপকে তারা দ্বাদশ স্থানে উঠে আসবে। খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টস চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা
ভারত-অস্ট্রেলিয়ার মতোই একই দিনে শুরু হয়েছে পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রাখলে এই ম্যাচের দিকেও নজর রয়েছে সবার। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ দ্বিতীয় দিনের খেলা শুরু দুপুর ১:৩০ থেকে। শান মাসুদ-বাবর আজমদের সঙ্গে টেম্বা বাভুমা-এইডেন মার্করামদের খেলা দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে।
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের ম্যাচ
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ দু’টি ম্যাচ। খেলবে আর্সেনাল। তাদের সামনে ইপচউইচ টাউন। খেলা রাত ১:৪৫ থেকে। অন্য ম্যাচে মুখোমুখি ব্রাইটন ও ব্রেন্টফোর্ড। এই ম্যাচ রাত ১টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।