Mohun Bagan

ডার্বিজয়ের ১১ দিন পর আবার নামছে মোহনবাগান, দীর্ঘ বিরতি কি চাপে ফেলবে দলকে? উত্তর দিলেন কোচ

ডার্বিজয়ের ১১ দিন পরে মঙ্গলবার আবার খেলতে নামছে মোহনবাগান। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি, যারা আগের ম্যাচেই মহমেডানকে চার গোল দিয়েছে। ম্যাচের আগের দিন কথা বললেন কোচ হোসে মোলিনা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ১৮:৫২
football

মোহনবাগানের কোচ হোসে মোলিনা। — ফাইল চিত্র।

কলকাতা ডার্বির পরে কেটে গিয়েছে ন’দিন। ইস্টবেঙ্গল যেখানে আইএসএল এবং এএফসি চ্যালেঞ্জ লিগে দু’টি ম্যাচ খেলে ফেলেছে, সেখানে মোহনবাগান শুধু অনুশীলন করেছে। ডার্বিজয়ের ১১ দিন পরে বুধবার তারা আবার খেলতে নামছে। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি, যারা আগের ম্যাচেই মহমেডানকে চার গোল দিয়েছে।

Advertisement

ফুটবলে দীর্ঘ বিরতি অনেক সময়ই কোনও ক্লাবের ছন্দ নষ্ট করে দেয়। আন্তর্জাতিক বিরতির ক্ষেত্রেই মূলত সমস্যা হয়। মোহনবাগানের ক্ষেত্রে আন্তর্জাতিক বিরতি নয়, সূচিটাই এত দিন পরে ছিল। তবে ম্যাচের আগের দিন কোচ হোসে মোলিনা জানিয়েছেন, বিরতিতে তাঁরা মোটেই বসে ছিলেন না। হায়দরাবাদ ম্যাচের জন্য ভাল ভাবেই প্রস্তুত হয়েছেন। তিন পয়েন্ট নিয়ে ফেরার ব্যাপারে আশাবাদী।

মোলিনার কথায়, “মানছি বিরতিটা বেশ লম্বা। তবে দলের প্রস্তুতি ভালই রয়েছে। আমরা সম্পূর্ণ প্রস্তুত হয়েই নামব। আগের ম্যাচে খুব ভাল খেলেছে হায়দরাবাদ। আগেও বলেছি আইএসএলে কোনও ম্যাচই সহজ নয়। তাই হায়দরাবাদের বিরুদ্ধেও একটা কঠিন ম্যাচ খেলতে নামব। তার জন্য ভাল করে তৈরি তো হতেই হবে। ৯০ মিনিট নিজেদের সেরাটা দিতে হবে।”

মালিকানা নিয়ে সমস্যায় এক সময় আইএসএলে হায়দরাবাদের দল নামানো নিয়ে জল্পনা দেখা দিয়েছিল। সে সব কাটিয়ে তারা ঘুরে দাঁড়িয়েছে আগের ম্যাচেই। শুরুটা ভাল না হলেও মহমেডানের বিরুদ্ধে জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। সে কারণেই মোলিনা বলেছেন, “আমরা জানি হায়দরাবাদ কতটা সমস্যায় ফেলতে পারে। নিজেদের সেরা ফর্মে রয়েছে তারা। পয়েন্ট টেবিলে যেখানেই থাকুক, কোনও মতেই এটা সহজ ম্যাচ হবে না। জিততে নিজেদের সেরাটা দিতে হবে।”

মহমেডানের বিরুদ্ধে হায়দরাবাদের আগ্রাসী ফুটবল নজর কেড়েছে। তা সামলাতে কি কৌশলে বদল আনবেন মোলিনা? স্পেনীয় কোচের উত্তর, “আমাদের কৌশল একই রকম থাকবে। এখনই সেটা বদলাচ্ছি না। হায়দরাবাদকে সমীহ করি। ওরা ভাল খেলছে। তবে আমরাও জিততে নামব। নিজেদের কাজ কী ভাবে করতে হয় সেটা ভালই জানি।”

মোলিনা বার বারই বলে থাকেন, তাঁর দলের রিজ়ার্ভ বেঞ্চে যাঁরা রয়েছেন তাঁরা ম্যাচ জেতাতে সমান দক্ষ। তাই রিজ়‌ার্ভ দলের ফুটবলারদের কি হায়দরাবাদ ম্যাচে দেখা যাবে? মোলিনার জবাব, “এখন জিতছি বলে দল বদলালে কেউ কিছু বলবে না। কিন্তু হারলেই প্রশ্ন ওঠা শুরু হয়ে যাবে। প্রথম একাদশ বদলাব কি না এখনই ঠিক করিনি। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ঠিক করব কী করা যায়।”

মোলিনা জানিয়েছেন, তাঁর দলের সবাই ফিট। কিন্তু মিডফিল্ডার আপুইয়া আগের দিনই চোট পেয়েছিলেন। তাঁর খেলা নিয়ে জল্পনা রয়েছে।

আরও পড়ুন
Advertisement