আন্তোনিও লোপেজ় হাবাস। —ফাইল চিত্র।
ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ম্যাচে ওড়িশা এফসির সঙ্গে ড্র করে হতাশ নন মোহনবাগান কোচ। আন্তোনিও লোপেজ় হাবাস মনে করছেন শনিবারের ম্যাচে তাঁর দল পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছে। সবুজ-মেরুন ফুটবলারেরা গোলের একাধিক সহজ সুযোগ নষ্ট করলেও উদ্বিগ্ন নন হাবাস।
ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচের পর মোহনবাগান কোচ বলেছেন, ‘‘সব ম্যাচ এক রকম হয় না। আমরা আইএসএলের এক নম্বর দলের বিরুদ্ধে খেলতে নেমেছিলাম। দু’দলই একাধিক গোলের সুযোগ তৈরি করেছে। আমরা গোল করতে না পারলেও গোল খাইনি। আমার মনে হয়, ম্যাচের ফল ঠিকই আছে।’’
মোহনবাগান কোচের আশা, দলের পারফরম্যান্স ক্রমশ আরও ভাল হবে। প্রতিযোগিতার বাকি সাতটি ম্যাচ থেকে যত বেশি সম্ভব পয়েন্ট পাওয়াই লক্ষ্য তাঁর। হাবাস বলেছেন, ‘‘এখন আমার প্রধান কাজ পরের ম্যাচের জন্য ফুটবলারদের শারীরিক ভাবে ফিট করে তোলা। জামশেদপুর এফসির বিরুদ্ধে অবশ্যই আমরা তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নামব। ওদেরও নিশ্চয়ই একই লক্ষ্য থাকবে। ওড়িশার বিরুদ্ধে দলের পারফরম্যান্স ভাল হয়েছে। তবে আরও উন্নতি প্রয়োজন আমাদের। প্রথমার্ধের শেষ ২০ মিনিট আমরা বলের নিয়ন্ত্রণ তেমন রাখতে পারিনি। আমাদের আরও বেশি সময় বল দখলে রাখা উচিত ছিল।’’
চোট সারিয়ে দীর্ঘ দিন পর দলে ফিরেছেন আনোয়ার আলি। তাঁকে দেখে খুশি হাবাস। সবুজ-মেরুন কোচ বলেছেন, ‘‘অনেক দিন পর আনোয়ারকে দেখে ভাল লাগল। ভাল খেলেছে। তবে ওকে আরও উন্নতি করতে হবে। প্রায় দু’মাস পর খেলছে। এ রকম হতেই পারে।’’ পরের ম্যাচে ব্রেন্ডন হামিলকে খেলাতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন হাবাস। প্রশংসা করেছেন গোলরক্ষক বিশাল কাইতেরও।