মহমেডান-ওড়িশা ম্যাচের একটি মুহূর্ত। ছবি: সমাজমাধ্যম।
মহমেডান ০
ওড়িশা ০
আইএসএলে হারের রথ অবশেষে থামল মহমেডানের। শুক্রবার কিশোর ভারতীতে ওড়িশা এফসি-কে আটকে দিল তারা। গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে ম্যাচ। দু’দলই গোলের অনেক সুযোগ পেয়েছিল। কেউই কাজে লাগাতে পারেনি। ১৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে মহমেডান সবার শেষেই থাকল। ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ওড়িশা উঠে এল চারে।
আইএসএলে শেষ বার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৯ নভেম্বর ড্র করেছিল মহমেডান। এর পর যথাক্রমে বেঙ্গালুরু, জামশেদপুর, পঞ্জাব, মুম্বই, কেরলের কাছে হেরেছে তারা। তবে ওড়িশাকে আটকে দিয়েছে। ভাগ্য সঙ্গ দিলে তিন পয়েন্টই পেত মহমেডান। অ্যালেক্সিস গোমেজ় এবং সিজ়ার মানজোকির শট পোস্টে লেগেছে। অন্য দিকে, ওড়িশার দিয়েগো মৌসিরিয়োর একটি হেড অল্পের জন্য বারের উপর দিয়ে গিয়েছে।
ওড়িশার বল পজেশন ৫৭.৬ শতাংশ থাকলেও মহমেডানের গোলে একটিও শট নিতে পারেনি তারা। মহমেডান দু’টি গোল লক্ষ্য করে শট নিয়েছে। মহমেডানই প্রথম গোলের সুযোগ পেয়েছিল। সেট-পিস থেকে বল পেয়ে গোমেজ় সাজিয়ে দিয়েছিলেন জো জোহেরলিয়ানাকে। তিনি বারের উপরে হেড করেন। এর পর বিকাশ সিংহের থেকে বল পেয়ে গোমেজ়ের শট পোস্টের বাইরে যায়। লালরেমসাঙ্গাও সুযোগ নষ্ট করেন। গোমেজ়ের একটি শট ভাল বাঁচান ওড়িশা গোলকিপার অমরিন্দর সিংহ।
আগের ম্যাচে খারাপ ভুল করে গোল হজম করায় এ দিন মহমেডানের গোলের নীচে ছিলেন না ভাস্কর রায়। ফিরেছিলেন পদম ছেত্রী। দ্বিতীয়ার্ধে মহম্মদ ইরশাদের হেড আটকে দলকে আত্মঘাতী গোল খাওয়া থেকে বাঁচান। ৬৬ মিনিটে গোমেজ়ের শট ক্রস বারে লেগে ফিরে আসে। সাত মিনিট পরে ইরশাদের ক্রস থেকে মানজোকির শটও লাগে বারে।