ভারতের নাম উজ্জ্বল করলেন মনীষা। ফাইল ছবি
ভারতীয় ফুটবল সংস্থাকে নির্বাসিত করেছে ফিফা। কবে সেই নির্বাসন উঠবে কেউই জানেন না। এর মাঝেই বিশ্বমঞ্চে ভারতীয় ফুটবলের মাথা উঁচু করে দিলেন মনীষা কল্যাণ। ভারতের প্রথম ফুটবলার হিসাবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেললেন তিনি। মহিলা তো বটেই, কোনও পুরুষ ফুটবলারেরও এই কৃতিত্ব নেই।
সাইপ্রাসের ক্লাব আপোলন লেডিজের হয়ে খেলেন মনীষা। বৃহস্পতিবার মহিলাদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তাদের খেলা ছিল লাটভিয়ার রিগাসের বিরুদ্ধে। সেই ম্যাচে আপোলন জেতে ৩-০ ব্যবধানে। মনীষা এক ঘণ্টার মাথায় পরিবর্ত ফুটবলার হিসাবে মাঠে নামেন। তিনি মাঠে নামতেই তৈরি হল ইতিহাস।
মারিলেনা জর্জিউয়ের বিরুদ্ধে যখন মনীষা নামেন, তখন দল ২-০ এগিয়েছিল। আপোলনের হয়ে তৃতীয় গোল করেন এলশাদাই আচিমপং। ঘটনাচক্রে, এই এলশাদাই গোকুলম কেরলের হয়ে আগে খেলেছেন মনীষার সঙ্গে। প্রসঙ্গত, গোকুলম কেরলও তাসখন্দে এএফসি উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছিল। কিন্তু ফিফার নির্বাসন থাকায় দেশে ফিরতে হচ্ছে তাদের।
Champions League debut for Manisha Kalyan (20). HISTORY. 🔥 #IndianFootball #SFTig pic.twitter.com/Xu3Twf8KUY
— Sevens Tigress (@sevenstigress) August 18, 2022
ফিফার নির্বাসনে ভারতের জাতীয় দল বা কোনও ক্লাব আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে পারছে না। তবে ভারতের কোনও ফুটবলার যদি বিদেশি ক্লাবে খেলেন, সে ক্ষেত্রে তাঁর মাঠে নামতে সমস্যা নেই। সেই কারণেই মনীষাও আপোলনের হয়ে নেমেছেন। গত বছর নভেম্বরে ব্রাজিলের বিরুদ্ধে প্রীতি ম্যাচে খেলেছিল ভারতের মহিলা দল। সেই ম্যাচে ভারতের একমাত্র গোল করেন মনীষাই।