Lionel Messi

Lionel Messi: প্যারিস ছেড়ে আমেরিকার ক্লাবে মেসি! নেপথ্যে কি বেকহ্যাম

২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। কিন্তু নতুন ক্লাবের হয়ে খুব ভাল মরসুম কাটেনি তাঁর। এ বার কি তবে ক্লাব ছাড়ছেন মেসি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ মে ২০২২ ২০:০৭
প্যারিস থেকে আমেরিকার পথে মেসি!

প্যারিস থেকে আমেরিকার পথে মেসি! ফাইল চিত্র

এই মরসুমের পরেই কি প্যারিস সঁ জঁ ছাড়তে চলেছেন লিয়োনেল মেসি? নেমারদের ক্লাব ছেড়ে তিনি যোগ দিতে পারেন আমেরিকার মেজর লিগ সকারের ফুটবল ক্লাব ইন্টার মায়ামিতে। এমন খবর জানিয়েছেন মায়ামির এক সংবাদমাধ্যমের সাংবাদিক অ্যালেক্স কান্ডাল। তাঁর দাবি, ২০২৩ সালে আমেরিকার মেজর সকার লিগের ক্লাবে যোগ দেবেন মেসি।

ফেব্রুয়ারি মাসে একটি সাক্ষাৎকারে ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার জর্জ মাস বলেন, ‘‘মেসি এখনও বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। ওর খেলার ধার এখনও কমেনি। বেকহ্যামের সঙ্গে ওর ভাল সম্পর্ক রয়েছে। যদি ও পিএসজি ছাড়ে তাহলে আমরা ওকে আমাদের ক্লাবে চাইব। আমি আশাবাদী। এরকম হতেই পারে।’’ জানা গিয়েছে, আমেরিকার ক্লাবে যোগ দেওয়ার আগে ইন্টার মায়ামির ৩৫ শতাংশ মালিকানা কিনতে পারেন মেসি।

Advertisement

২০২০ সালে একটি সাক্ষাৎকারে মেসিও জানিয়েছিলেন, ভবিষ্যতে তিনি আমেরিকায় খেলতে চান। তিনি বলেন, ‘‘আমেরিকায় থেকে সেখানকার সুযোগ সুবিধা উপভোগ করা আমার স্বপ্ন। ওখানকার লিগে খেলতে চাই। তবে সেটা এখনই নয়।’’ তবে কি এ বার নিজের স্বপ্ন পূরণ করতে চলেছেন তিনি?

২০২১ সালে বার্সেলোনা ছেড়ে দু’বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন মেসি। কিন্তু নতুন ক্লাবের হয়ে খুব ভাল মরসুম কাটেনি তাঁর। চোটের কারণে অনেক ম্যাচে বাইরে থেকেছেন। দলের বাকি ফুটবলারদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা জল্পনা শোনা গিয়েছে। অন্য দিকে ইন্টার মায়ামিতে খেলেন মেসির জাতীয় দলের সতীর্থ গঞ্জালো হিগুয়েন। যদিও এই বছর তাঁর চুক্তি শেষ হওয়ার কথা। আগামী বছর কি হিগুয়েনের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে মেসিকে। এই বিষয়ে অবশ্য মেসি বা তাঁর ম্যানেজারের তরফে কোনও মন্তব্য করা হয়নি। কিছু জানায়নি পিএসজিও।

আরও পড়ুন
Advertisement