লিয়োনেল মেসি। — ফাইল চিত্র।
চোট সারিয়ে আগের ম্যাচে ফিরেছিলেন। দু’টি গোলের পাশাপাশি অ্যাসিস্টও ছিল একটি। দ্বিতীয় ম্যাচে অবশ্য পরিবর্ত ফুটবলার হিসাবে নামতে হল লিয়োনেল মেসিকে। গোল করতে পারলেন না। দলও জয়ের মুখ দেখল না। আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে ২-২ ড্র করেছে মায়ামি।
বুধবার রাতের ম্যাচে মেসিকে প্রথম একাদশে রাখেননি কোচ জেরার্দো মার্তিনো। তিনি আগেই জানিয়েছিলেন, চোট সারিয়ে ফেরার পর সব ম্যাচে পুরো সময় মেসিকে খেলাতে চান না। মেসি নামার আগেই তিনটি গোল হয়ে যায়।
মেসি ৬১ মিনিটে মাঠে নামেন। কিন্তু গোল পাননি। যদিও অল্প সময়েও মেসির পায়ের জাদু দেখা গিয়েছে। ফেদেরিকো রেদোন্দোকে ব্যাক হিলে একটি ভাল পাস দেন। সংযুক্তি সময়ে আটলান্টার তিন ডিফেন্ডারকে কাটিয়ে নিলেও গোলে শট রাখতে পারেননি। একটি পাস আটলান্টার ডিফেন্ডার আটকে দেওয়ায় হতাশায় হাতও ছুড়তে দেখা যায় তাঁকে।
২৫ মিনিটে ডেভিড রুইজ়ের গোলে এগিয়ে গিয়েছিল মায়ামি। দ্বিতীয়ার্ধে সমতা ফেরান সাবা লোবজানিজে। তাঁর হেড মায়ামি কিপার ড্রেক ক্যালেন্ডারের পায়ের তলা দিয়ে গলে যায়। তিন মিনিট পরে আবার এগিয়ে যায় মায়ামি। লুইস কাম্পানার শট আটলান্টার ড্যাক্স ম্যাকার্টির গায়ে লেগে গোলে ঢু