বিশেষ মুখোশে এমবাপে। ছবি: রয়টার্স।
নাকে প্লাস্টার লাগিয়ে বুধবার তাঁকে অনুশীলনে দেখতে পাওয়া গিয়েছিল। বৃহস্পতিবার সেই কিলিয়ান এমবাপে নতুন বেশে অনুশীলনে এলেন। ফ্রান্সের পতাকার রঙে রাঙানো সেই ফেস গার্ড দেখে চমকে গেলেন সকলেই। ধন্দ কাটল কিছু ক্ষণ পরেই। কোচ দিদিয়ের দেশঁ জানালেন, শুক্রবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই মাস্ক পরেই খেলতে পারেন এমবাপে।
এমবাপে খেলবেনই, এ কথা নিশ্চিত ভাবে দেশঁ বলেননি। তবে বৃহস্পতিবার সতীর্থদের সঙ্গে দৌড়োদৌড়ি এবং স্ট্রেচিং দেখে মনে হয়নি, অস্বস্তিতে আছেন তিনি। সতীর্থদের সঙ্গে মজা করতেও দেখা গিয়েছে এমবাপেকে।
পরে সাংবাদিক বৈঠকে দেশঁ বলেন, “সব ঠিকঠাক চলছে। একটা ধাক্কা খেয়েছিলাম। গত কাল হালকা অনুশীলন করেছে এমবাপে। আজ বিকেলেও অনুশীলন করেছে। সব ঠিক দিকেই এগোচ্ছে। ওকে যাতে কালকের ম্যাচে পাওয়া যায়, তার সব রকম চেষ্টা করব।”
অস্ট্রিয়া ম্যাচে কেভিন ডানসোর সঙ্গে সংঘর্ষে নাক ফেটেছিল এমবাপের। তিনি ছিটকে যেতে পারেন, এমন একটা জল্পনা তৈরি হয়েছিল। তবে এমবাপে অনুশীলনে ফেরায় ঘাম দিয়ে জ্বর ছেড়েছে দলের। দেশঁ বলেছেন, “এমবাপে মাস্ক পরে খেলবে। মাস্কের ব্যাপারে কোনও তথ্য আমার জানার দরকার নেই। কোথা থেকে পাওয়া গিয়েছে তা জানার জন্য অনেক লোক রয়েছে।”