ISL 2021-22

ISL 2022: হারের কারণ বুঝতে পেরেছেন সবুজ-মেরুন কোচ, শুরু সেমিফাইনালের ভাবনা

লিগের শেষ ম্যাচ হেরে ফেরান্দো বলেন, “ভাল লাগছে না। দু’গোলে জেতা সহজ ছিল না। জামশেদপুর গোল করার পর কাজটা আরও কঠিন হয়ে যায়। ম্যাচে ফেরার চেষ্টা করেছে ওরা, কিন্তু সফল হতে পারেনি। আমাদের পাসিং, ক্রসগুলো ঠিক মতো হয়নি। তাই যা ফল হওয়ার তাই হয়েছে। এ বার সেমিফাইনাল নিয়ে ভাবনা শুরু করে দিতে হবে।”

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ০৯:৪৭
সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দো।

সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দো। —ফাইল চিত্র

দরকার ছিল দু’গোলের ব্যবধানে জয়। কিন্তু শেষ বাঁশি বাজার সময় ম্যাচের ফল এটিকে-মোহনবাগানের বিপক্ষে ০-১। আইএসএল-এর লিগ পর্ব জিতে নিল জামশেদপুর এফসি। গোটা ম্যাচে লড়াই করার পরেও হার। সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দো মেনে নিচ্ছেন নিজেদের দোষেই হারতে হয়েছে। তবে সেমিফাইনালের লড়াইয়ে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছেন মঙ্গলবার থেকেই।

লিগের শেষ ম্যাচ হেরে ফেরান্দো বলেন, “ভাল লাগছে না। দু’গোলে জেতা সহজ ছিল না। জামশেদপুর গোল করার পর কাজটা আরও কঠিন হয়ে যায়। ম্যাচে ফেরার চেষ্টা করেছে ওরা, কিন্তু সফল হতে পারেনি। আমাদের পাসিং, ক্রসগুলো ঠিক মতো হয়নি। তাই যা ফল হওয়ার তাই হয়েছে। এ বার সেমিফাইনাল নিয়ে ভাবনা শুরু করে দিতে হবে।”

সোমবার জামশেদপুরের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়াতে প্রবীর দাশ, ডেভিড উইলিয়ামসদের মাঠে নামিয়েছিলেন ফেরান্দো। কিন্তু লাভ হয়নি। যদিও এই ম্যাচে ছিলেন না হুগো বুমোস। ফেরেন্দো বলেন, “রয় কৃষ্ণ, লিস্টন কোলাসো, মনবীর সিংহরা ছিল। ওরা সবাই চেষ্টা করেছে। এক জন ছিল না বলে হেরেছি এমন কোনও অজুহাত দেব না। সব রকম চেষ্টা করেছি। বক্সের কাছাকাছি খেলেছি। বিপক্ষের অর্ধে প্রচুর পাস খেলেছি। কিন্তু ওদের রক্ষণ খুব মজবুত ছিল। আমাদের আরও জোরালো আক্রমণ করতে হবে। নিজেদের ভুলগুলো দ্রুত শুধরে নিতে হবে। এক জন ফুটবলার না থাকার হা হুতাশ করে লাভ নেই।”

Advertisement

খেলা শেষে বিপক্ষের প্রশংসা ফেরান্দোর মুখে। তিনি বলেন, “ওরা ৪-৫ মাসের লিগের পরে টানা সাতটা ম্যাচ জিতে লিগে এক নম্বর জায়গাটা অর্জন করতে পেরেছে। মাঠে থেকে ওদের অভিনন্দন জানানোটা আমার কর্তব্য ছিল। সেটাই করেছি। সারা মরসুম ওরা ভাল খেলেছে। জামশেদপুরের এটা প্রাপ্য ছিল।”

সেমিফাইনালে হায়দরাবাদের মুখোমুখি এটিকে মোহনবাগান। ফেরান্দো বলেন, “হায়দরাবাদের মতো ভাল দলের বিরুদ্ধে খেলাটা ভাল অভিজ্ঞতা। আমার মনে হয় নক আউট পর্বে প্রতিটা ম্যাচই ভাল হবে। প্রত্যেক দলই জেতার চেষ্টা করবে। তবে মনে হয়, ২০টা ম্যাচ হয়ে যাওয়ার পরে এ বার শেষ তিনটি ম্যাচ সবাই উপভোগ করার চেষ্টা করবে।”

Advertisement
আরও পড়ুন