২০ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। এ বারই প্রথম মধ্যপ্রাচ্যে হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। তার আগে চোখ রাখা যাক এমন কিছু বিষয়ে, যা এ বারের বিশ্বকাপে ঘটতে চলেছে।
সব থেকে তরুণ ফুটবলার: এ বারের বিশ্বকাপের সব থেকে তরুণ ফুটবলার জার্মানির ইউসুফা মৌকোকো। তাঁর জন্ম ২০০৪ সালের ২০ নভেম্বর। সেই হিসাবে মৌকোকো মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবেন।
সব থেকে বয়স্ক ফুটবলার: এ বারের বিশ্বকাপের সব থেকে বয়স্ক ফুটবলার মেক্সিকোর আলফ্রেডো তালাভেরা। তাঁর জন্ম ১৯৮২ সালের ১৮ সেপ্টেম্বর। ৪০ বছর বয়সে বিশ্বকাপ খেলতে নামবেন তিনি।
সব থেকে খর্বকায় ফুটবলার: কাতার বিশ্বকাপের সব থেকে খর্বকায় ফুটবলার মরক্কোর ইলিয়াস চেয়ার। তাঁর উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি।
সব থেকে দীর্ঘকায় ফুটবলার: নেদারল্যান্ডসের আন্দ্রিয়েস নোপ্পের্ত এ বারের বিশ্বকাপের সব থেকে দীর্ঘকায় ফুটবলার। তাঁর উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি।
সব থেকে বেশি ম্যাচ খেলা ফুটবলার: লিয়োনেল মেসি। ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮, চারটি বিশ্বকাপে মোট ১৯টি ম্যাচ খেলেছেন তিনি। এ বারের বিশ্বকাপে নামা কোনও ফুটবলার এত ম্যাচ খেলেননি।
সব থেকে বেশি গোল: এ বারের বিশ্বকাপে যে ফুটবলাররা খেলছেন তাঁদের মধ্যে সব থেকে বেশি গোল করেছেন জার্মানির থমাস মুলার। বিশ্বকাপে ১০টি গোল করেছেন তিনি।
সব থেকে বেশি অ্যাসিস্ট: এই নজিরও মুলারের দখলে। জার্মানির এই ফুটবলার এখনও পর্যন্ত বিশ্বকাপে ৬টি অ্যাসিস্ট করেছেন।