FIFA World Cup 2022

বিশ্বজয়ের পর মেসির আলখাল্লা নিয়ে বিতর্ক চলছেই, এ বার আসরে মন্ত্রী

কাতারের রাজা ট্রফি দেওয়ার আগে মেসিকে বিশ্‌ত পরিয়ে দেওয়া নিয়ে ক্রমাগত সমালোচনা করে চলেছে ইউরোপের কিছু মানুষ। বিশ্বকাপের ঐতিহ্য ভাঙা নিয়ে সোচ্চার তাঁরা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ ১৮:৩৭
বিশ্বকাপ নেওয়ার আগে মেসির গায়ের এই বিশ্‌ত বা আলখাল্লা নিয়ে চলছে বিতর্ক।

বিশ্বকাপ নেওয়ার আগে মেসির গায়ের এই বিশ্‌ত বা আলখাল্লা নিয়ে চলছে বিতর্ক। ছবি: টুইটার।

বিশ্বকাপ ফাইনালের পর লিয়োনেল মেসিকে সম্মানিত করতে বিশেষ বিশ্‌ত পরিয়ে দিয়েছিলেন কাতারের রাজা। সেই বিশ্‌ত বা আলখাল্লা পরেই ট্রফি নেন আর্জেন্টিনার অধিনায়ক। সেই ঘটনা ফিফার নিয়ম বর্হিভূত বলে অভিযোগ ওঠে। ইউরোপের দেশগুলি সমালোচনা করে। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করল কাতার প্রশাসন।

ইউরোপের সমালোচনার প্রতিবাদে মুখ খুলেছেন কাতারের উপ বিদেশমন্ত্রী লোলওয়াহ আল-খাতার। তিনি বলেছেন, ‘‘মেসির গায়ে বিশ্‌ত দেখে ইউরোপের অনেক মানুষের গায়ে জ্বালা ধরেছে। অনেকে অনেক কথা বলছেন। তাঁরা হয়তো জানেন না ওঁদের দেশের বিশ্ববিদ্যালয়ের গাউনগুলি আমাদের বিশ্‌তের আদলেই তৈরি। এই ধরনের গাউন আসলে আমাদের সংস্কৃতি, ইতিহাসের অংশ। স্নাতক বা কোনও ডিগ্রি পাওয়ার পর ওঁরা যেগুলি পরে গর্ব অনুভব করেন। বহু আগে আল-কারাউইয়ান বিশ্ববিদ্যালয়ে প্রথম এই গাউনের ব্যবহার শুরু হয়েছিল। এক জন মহিলা এই গাউন প্রথম তৈরি করেন কৃতি ছাত্রদের জন্য। সমালোচকরা আসলে সব কিছুর মধ্যেই ইউরোপের আধিপত্য দেখতে চান।’’

Advertisement

বিশ্বকাপের ট্রফি দেওয়ার আগে মেসিকে পরিয়ে দেওয়া বিশ্‌ত বা আলখাল্লা নিয়ে কম চর্চা হয়নি। অনেকে বলেছিলেন, দেশের জার্সিই ঢাকা পড়ে গিয়েছিল। ট্রফি তুলে দেওয়ার সময় বোঝাই যাচ্ছিল না কোন দেশ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে।

আরও পড়ুন
Advertisement