Cristiano Ronaldo

চার বছর আগে উরুগুয়ের কাছে হেরে বিদায়, সোমবার কি প্রতিশোধ নেবেন রোনাল্ডোরা?

সোমবার কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বেই উরুগুয়ের সামনে পর্তুগাল। ফলে রোনাল্ডোদের সামনে প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ। পর্তুগাল কি প্রতিশোধ নিতে পারবে?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ১৬:০১
রোনাল্ডোরা কি সোমবারও জিততে পারবেন?

রোনাল্ডোরা কি সোমবারও জিততে পারবেন? ছবি: রয়টার্স

রাশিয়া বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনালে শেষ হয়ে গিয়েছিল পর্তুগালের দৌড়। উরুগুয়ের কাছে হেরে বিদায় নিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। সোমবার কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বেই উরুগুয়ের সামনে পর্তুগাল। ফলে রোনাল্ডোদের সামনে প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ। বিশেষত উল্টো দিকে থাকা লুই সুয়ারেসের উরুগুয়ে মোটেই ভাল জায়গায় নেই।

তবে পর্তুগালকে ধাক্কা দিতে পারে দুই ফুটবলারের চোট। পাঁজর ভেঙে আগেই উরুগুয়ে ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন দানিলো পেরেরা। চিন্তা রয়েছে ওটাভিয়োকে নিয়েও। তবে ঘাবড়াচ্ছেন না কোচ ফের্নান্দো স্যান্টোস। বলেছেন, “যত দূর জানি, দানিলোর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। দ্রুতই ওকে মাঠে পাব। যদি না-ও পাই, আমাদের হাতে তিন জন সেন্টার ব্যাক রয়েছে। তাই এটা নিয়ে নাটক করতে চাই না।”

Advertisement

চার বছর আগের সেই ম্যাচ মনে রাখতে চান না উরুগুয়ে কোচ দিয়েগো আলোন্সো। তাঁর কাছে সোমবারের ম্যাচই গুরুত্বপূর্ণ। বলেছেন, “চার বছর আগে আলাদা ম্যাচ ছিল। আলাদা ফুটবলার ছিল। সোমবার অন্য একটা ম্যাচ হতে চলেছে। পর্তুগালের দল খুবই ভাল। অসাধারণ সব ফুটবলার এবং কোচ রয়েছে ওদের। অনেক অভিজ্ঞতা রয়েছে। এটাই বিপজ্জনক দল হিসাবে দেখার জন্য যথেষ্ট। তবে আমাদের হাতেও অস্ত্র রয়েছে। জেতার চেষ্টাই করব।”

উরুগুয়েকে সমীহ করছে পর্তুগালও। স্যান্টোসের কথায়, “আমাদের সাবধানে থাকতে হবে। কারণ ওরা একটানা বিপক্ষকে চাপে রাখতে পারে। ভুল করতে বাধ্য করে এবং সেটার শাস্তি দেয়।”

Advertisement
আরও পড়ুন