FIFA World Cup 2022

আর্জেন্টিনা বিশ্বকাপের শেষ ষোলোয় উঠতেই ফিফাকে কাঠগড়ায় তুললেন মেসিদের কোচ! কেন?

বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার খেলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। দল প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেও চিন্তায় কোচ লিয়োনেল স্কালোনি। তাঁর রাগ ফিফার উপরে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ২০:১৬
মেসিদের নিয়ে স্বপ্ন দেখছেন স্কালোনি। দলের তরুণ ফুটবলারদের ভরসা করছেন আর্জেন্টিনার কোচ।

মেসিদের নিয়ে স্বপ্ন দেখছেন স্কালোনি। দলের তরুণ ফুটবলারদের ভরসা করছেন আর্জেন্টিনার কোচ। ফাইল চিত্র

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। সেখানে তাদের খেলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। দল প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেও চিন্তায় কোচ লিয়োনেল স্কালোনি। তাঁর রাগ ফিফার উপরে। বিশ্বকাপের সূচি মোটেই পছন্দ হচ্ছে না তাঁর। ফিফাকে কাঠগড়ায় তুলেছেন লিয়োনেল মেসিদের কোচ।

বুধবার ভারতীয় সময় গভীর রাতে ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। প্রি-কোয়ার্টারে তারা নামবে শনিবার ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে। অর্থাৎ, পোল্যান্ড ম্যাচ খেলার ৭২ ঘণ্টার মধ্যেই শেষ ষোলোর ম্যাচ খেলতে নামতে হচ্ছে মেসিদের। এতেই চটেছেন স্কালোনি।

Advertisement

পোল্যান্ড ম্যাচের পরে স্কালোনি বলেছেন, ‘‘আমার মনে হচ্ছে পাগলের মতো এই সূচি করা হয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দু’দিন পরেই আমাদের খেলতে হচ্ছে। কেন আমি এটা বুঝতেই পারছি না।’’

বিশ্বকাপে এত কম সময়ের মধ্যে খেলতে হলে বিশ্রাম ও অনুশীলনের জন্য ফুটবলাররা বেশি সময় পাবেন না বলে অভিযোগ স্কালোনির। তিনি বলেছেন, ‘‘এখন ক’টা বাজে? রাত প্রায় ১টা। বৃহস্পতিবার হয়ে গিয়েছে। তা হলে মাঝে আর ক’টা দিন পাব আমরা? ‌এটা ঠিক নয়। সবাই সমান বিশ্রাম পাচ্ছে না। আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের বেশি বিশ্রাম পাওয়া উচিত ছিল।’’

প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া তুলনায় দুর্বল প্রতিপক্ষ হলেও তাদের হাল্কা ভাবে নিচ্ছেন না স্কালোনি। সতর্ক তিনি। স্কালোনি বলেছেন, ‘‘আমাদের খেলায় সমর্থকরা আনন্দ পেয়েছে। সামনে এ বার অস্ট্রেলিয়া। বিশ্বকাপে কেউ ছোট দল নয়। কেউ দুর্বল প্রতিপক্ষ নয়। একটা দিনের জয়ের উপর অন্য দিনের খেলার ফল নির্ভর করে না। বিশ্বকাপ জিততে বলে সবাইকে হারাতে হবে।’’

Advertisement
আরও পড়ুন