East Bengal

East Bengal: এফসি গোয়া থেকে ফুটবলার সই করিয়ে শক্তি বাড়াল ইস্টবেঙ্গল

নতুন মরসুমের দল গঠনের কাজে আরও এগোল ইস্টবেঙ্গল। এফসি গোয়া থেকে তারা দু’বছরের জন্যে সই করাল ইভান গঞ্জালেজকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ১৯:১২
ইভান ইস্টবেঙ্গলে।

ইভান ইস্টবেঙ্গলে। ফাইল ছবি

নতুন মরসুমের দল গঠনের কাজে আরও এগোল ইস্টবেঙ্গল। এফসি গোয়া থেকে তারা দু’বছরের জন্যে সই করাল ইভান গঞ্জালেজকে। এ মরসুমেই গোয়ার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে গঞ্জালেজের। ফলে দেরি না করে স্প্যানিশ ফুটবলারকে সই করিয়ে শক্তি বাড়িয়ে নিল লাল-হলুদ।

গত দুই মরসুমে গোয়ার হয়ে নজর কেড়েছেন গঞ্জালেজ। ফলে অনেক ক্লাবেরই নজর ছিল তাঁর দিকে। ইস্টবেঙ্গল বাকিদের থেকে এগিয়ে ছিল। গত কয়েকদিন ধরেই গঞ্জালেজের নাম শোনা যাচ্ছিল। শেষ হাসি হাসল লাল-হলুদই।

Advertisement

এখন যিনি এটিকে মোহনবাগানের কোচ, সেই জুয়ান ফেরান্দো আগে গোয়ার কোচ ছিলেন। তাঁর খুব পছন্দের ফুটবলার ছিলেন গঞ্জালেজ। ২০২০-২১ মরসুম দলকে সেমিফাইনালে তুলতে সাহায্য করেছিলেন। সে বার এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও খেলেছেন গঞ্জালেজ। রক্ষণের দিক থেকে অনেক শক্তিশালী হল ইস্টবেঙ্গল, এটা বলে দেওয়াই যায়।

রিয়াল মাদ্রিদের যুব অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন গঞ্জালেজ। এ ছাড়া স্পেনের নীচের দিকের বিভিন্ন ডিভিশনের ক্লাবে খেলে এসেছেন।

আরও পড়ুন
Advertisement