Denmark

UEFA Nations League: এরিকসেনে মুগ্ধ বিশ্ব, ফ্রান্সকে হারাল ডেনমার্ক

প্রথমার্ধের শেষ দিকে হাঁটুতে চোট পেয়ে পিএসজি তারকা মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন। দ্বিতীয়ার্ধে ডিফেন্ডার ভারান হ্যামস্ট্রিংয়ে চোট পান।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ জুন ২০২২ ০৮:৩০
তৃপ্ত: ম্যাচের শেষে উল্লসিত এরিকসেন (ডান দিকে)।

তৃপ্ত: ম্যাচের শেষে উল্লসিত এরিকসেন (ডান দিকে)। ছবি রয়টার্স।

নেশনস লিগ

ডেনমার্ক ২ ফ্রান্স ১

Advertisement

ইউরো কাপের সেই ভয়ঙ্কর স্মৃতি দূরে সরিয়ে শুক্রবার ফের দেশের জার্সিতে মাঠে নেমে পড়লেন ক্রিশ্চিয়ান এরিকসেন। বিশ্বসেরা ফ্রান্সকে হারিয়ে স্মরণীয় জয় ছিনিয়ে নিল ডেনমার্কও।

ম্যাচে গোল না পেলেও ব্রেন্টফোর্ড তারকাকে হাততালি দিয়ে স্বাগত জানান দর্শকেরা। ম্যাচের পরে ডেনমার্ক তারকা বলেছেন, “গোটা ব্যাপারটা আমার কাছে অলৌকিক বলে মনে হচ্ছে, যার শুরুটা হয়েছিল ইউরোতে যখন আমার সতীর্থরা প্রাণ ফিরিয়ে এনেছিল। তার পরে জীবনে নানা উত্থান-পতেনের মধ্যে দিয়ে এগিয়ে এসেছি। এই ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে।” কোচ ক্যাসপার হিউমল্যান্ড যা নিয়ে বলেছেন, “আমি অপার বিস্ময় নিয়ে দেখছিলাম এরিকসেনকে। একটা মানুষের কতটা মনের জোর থাকলে এ ভাবে আবার ফিরে আসতে পারে। কোচ হিসেবে আমিও এক সুন্দর মুহূর্তের সাক্ষী রইলাম।”

শুক্রবার নেশনস লিগের ম্যাচে ৫১ মিনিটে করিম বেঞ্জেমার গোলে এগিয়ে গিয়েছিল ফ্রান্স। কিন্তু ৬৮ এবং ৮৮ মিনিটে আন্দ্রেয়াস কর্নেলিয়াসের জোড়া গোলে জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় ফরাসিদের। শেষ কুড়ি ম্যাচে অপরাজিত ফ্রান্স দলকে নিয়ে দর্শকদের মধ্যে যে প্রত্যাশা ছিল, তা পূরম হয়নি শুক্রবারের ম্যাচে। পরিসংখ্যান এও বলছে, ২০০২ বিশ্বকাপের পরে ফের ডেনমার্কের কাছে হার মানল ফ্রান্স। দলের সহকারী কোচ গাই স্টিফান ম্যাচের পরে যে হার নিয়ে মন্তব্য করেছেন, “পুরো ম্যাচে দলের খেলায় কোনও তীক্ষ্ণতা খুঁজে পাওয়া যায়নি। এই হার নিঃসন্দেহে আমাদের কাছে অঘটনের।” যোগ করেছেন, “ডেনমার্ক দল হিসেবে গোটা ম্যাচে যে সুসংহত পরিকল্পনা নিয়ে খেলেছে, আমাদের দল সেখানে কিছুই করতে পারেনি। শুধু আক্রমণাত্মক ফুটবল খেলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, গোলও করতে হয়। সেই জায়গায় ব্যর্থ আমরা।” ডেনমার্ক তারকা কর্নেলিয়াস প্রথম গোলটি করেন অসাধারণ ভলিতে। দ্বিতীয় গোলের ক্ষেত্রে তিনি নিজের সুযোগসন্ধানী চরিত্রের প্রতিই সুবিচার করেন।

তারই মধ্যে চিন্তা বাড়িয়েছে এমবাপের চোট। প্রথমার্ধের শেষ দিকে হাঁটুতে চোট পেয়ে পিএসজি তারকা মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন। দ্বিতীয়ার্ধে ডিফেন্ডার ভারান হ্যামস্ট্রিংয়ে চোট পান। ফলে আরও ছন্নছাড়া হয়ে পড়ে ফ্রান্স দল। স্টিফান বলেছেন, “হাঁটুতে চোট পেয়ে এমবাপে বেরিয়ে গিয়েছে, তবে চোটের মাত্রা কতটা গুরুতর, সেটা এখনও স্পষ্ট নয়। চিকিৎসকেরা চোটের মাত্রা পরীক্ষা করার পরেই সেটা জানতে পারব।” দলের হারে হতাশ বে়ঞ্জেমাও। রিয়াল মাদ্রিদ তারকা শুক্রবার ম্যাচের পরে বলেছেন, “এই ভুল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে করা যাবে না। আমাদের আরও পরিচ্ছন্ন ফুটবল খেলতে হবে।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন