Bangladesh Premier League

‘চুক্তি মতো টাকা দেয়নি’, টসের পরই বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলকে নিশানা ক্ষুব্ধ তাহিরের

গ্লোবাল সুপার লিগের ম্যাচে বাংলাদেশের রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছিল গায়ানা অ্যামাজ়ন ওয়ারিয়র্স। গায়ানার অধিনায়ক তাহির টসের পরই প্রতিপক্ষ দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ১৬:০২
Picture of Imran Tahir

ইমরান তাহির। ছবি: এক্স (টুইটার)।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলে চুক্তি মতো টাকা পাননি ইমরান তাহির। পুরনো দল রংপুর রাইডার্সের বিরুদ্ধে মাঠে নেমেই সরব হলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার। আগেও বেশ কয়েক জন বিদেশি ক্রিকেটার বিপিএল খেলে চুক্তি মতো টাকা না পাওয়ার অভিযোগ করেছেন। তবে তাহির ক্ষোভ উগরে দিলেন প্রকাশ্যে।

Advertisement

গ্লোবাল সুপার লিগের ম্যাচে বাংলাদেশের রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছিল গায়ানা অ্যামাজ়ন ওয়ারিয়র্স। গায়ানার অধিনায়ক তাহির টসের সময়ই পুরনো দলের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ তুলেছেন। টসের পর তাহিরকে প্রশ্ন করা হয়, এই ম্যাচে ভাল খেলতে আপনাকে কোন বিষয় অনুপ্রাণিত করবে? প্রশ্ন শুনেই পুরনো দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাহির। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার অভিযোগের সুরে বলেন, ‘‘প্রতিটি ম্যাচ জেতার জন্য মাঠে নামি আমরা। এই ম্যাচেও আলাদা কোনও লক্ষ্য নেই। তবে এই ম্যাচের আলাদা তাৎপর্য রয়েছে। গায়ানার জন্য জিততে চাই। একটা ব্যক্তিগত বিষয়ও আছে। গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলাম। এখনও চুক্তি মতো পুরো টাকা পাইনি। এটাই এই ম্যাচে আমার অনুপ্রেরণা। তাই এই দলটার বিরুদ্ধে সত্যিই ভাল খেলতে চাই।’’

এতেই থামেননি তাহির। তিনি আরও বলেন, ‘‘আমরা রংপুরের ক্রিকেটারদের গায়ানায় স্বাগত জানাচ্ছি। ওর সব স্থানীয় ক্রিকেটারদের নিয়ে এখানে খেলতে এসেছে। ভাল খেলার সঙ্গে নিশ্চয়ই ওদের লক্ষ্য কিছু উপার্জন করা। দেখিয়ে দিতে চাই আমরা মানুষ হিসাবে ওদের থেকে ভাল।’’ ম্যাচে বাংলাদেশের দলটিতে অবশ্য হারাতে পারেনি তাহিরের দল।

এর আগে অন্তত ১৫ জন ক্রিকেটার বিপিএলের বিভিন্ন দলের বিরুদ্ধে চুক্তি মতো টাকা না দেওয়ার অভিযোগ করেছেন। পেশাদার ক্রিকেটারদের সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ) গত নভেম্বরে বিপিএল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে ক্রিকেটারদের প্রাপ্য মিটিয়ে দেওয়ার অনুরোধ করেছিল। ডব্লিউসিএ-র হিসাব অনুযায়ী, বিপিএলের দলগুলির কাছ থেকে ক্রিকেটারদের পাওনার পরিমাণ ২.৫ লাখ ডলার (প্রায় ২ কোটি ১১ লাখ টাকা)। শুধু ২০২৩ সালের বিপিএলই নয়, ২০২২ সালের বিপিএলে এমন একাধিক অভিযোগ উঠেছিল।

তাহির নিজের অভিজ্ঞতা, অনুযোগ প্রকাশ্যে বলায় স্বভাবতই অস্বস্তিতে পড়েন রংপুর রাইডার্সের অধিনায়ক। তাহিরের অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি রংপুর কর্তৃপক্ষের তরফে।

Advertisement
আরও পড়ুন